'১০ মে’র মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে'




 শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১০ মের মধ্যে পোশাকসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার শ্রম ভবনের সম্মেলন কক্ষে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির ৬৭তম সভা এবং আরএমজি টিসিসি কমিটির অষ্টম সভায় সভাপতির বক্তব্যে মালিকদের প্রতি তিনি এ আহ্বান জানান।


সভা শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতার হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।




প্রতিমন্ত্রী আরো বলেন, যেকোনো খাতের শ্রমিকদের আগের কোনো মাসের বেতন বকেয়া থেকে থাকলে সেটিও ১০ মের মধ্যে পরিশোধ করতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال