যারা ভ্যাক্সিন নিতে পারছেন না তাদের জন্য সুখবর

 বর্তমানে যারা ভ্যাক্সিন নিতে পারছেন না



আকামার নাই কিংবা অন্য কোন সমস্যা তাহলে আবেদন ছাড়া ভ্যাক্সিন নিতে পারবে।

খেয়াল রাখবেন আগস্ট মাসের এক তারিখ থেকে ভ্যাস্কিন ছাড়া আপনি কর্মস্থলে প্রবেশ করতে পারবেন।



গতকাল বানিজ্য মন্ত্রী ঘোষণা দিয়েছেন মল মার্কেটে প্রবেশ করতে হলে অবশ্যই ভ্যাস্কিনেটেড হতে হবে।



এই নিয়ম কার্যকর হবে আগস্ট মাসের ১ তারিখ থেকে।


📌বর্তমানের রিয়াদে আবেদন ছাড়া ভ্যাস্কিন দিচ্ছে।

১- প্রিন্স সুলতান আর্মি মেডিক্যাল.

২- রিয়াদ হারা লেডিস পার্কের পাশে খালি মাঠে।

৩- রিয়াদ হিলটন হোটেলে মাঝে মাঝে দিয়ে থাকে।



📌জেদ্দায়-যেখানে দিচ্ছে-

১- হায়াল সামির,ইয়াসমিন মলের পিছনে,মার্কাজ হায়াল সামির।

২- ছানাইয়া ৩ নম্বর সিফা মেডিক্যাল কমপ্লেক্স।

৩-জেদ্দা গাচ্ছার তাজ বাওয়াদি।

৪- ক্রাউন সেন্টার



📌মদিনায় যেখানে দিচ্ছে-

১- বিন লাদেন মার্কেট 




মক্কায় -কাল থেকে দেওয়া শুরু করবে,আমরা মক্কার লোকেশান আপনাদের খুব শীঘ্রই জানিয়ে দিবো।

2 মন্তব্যসমূহ

  1. ভাই আমরা দাম্মাম আল হাসাআমাদের নসিব খারাপ আসার পর কপিল আকামা দেয়না নামটাম কিভাবে টিকা দিব দাম্মাম এলাকায় কোথাও টিকা দেয় জানা থাকলে একটু দয়া করে জানাবেন

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. আমি দম্মে কোনও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এবং পরিচয় ছাড়াই টিকা কেন্দ্রগুলির কোনও তথ্য পাইনি

      মুছুন
নবীনতর পূর্বতন

نموذج الاتصال