করোনার ভ্যাকসিন নিয়ে সর্তক বার্তা


Source Image BBC


 বাংলাদেশ সরকার বিদেশ যেতে করেনোর টিকা নেওয়া বাধ্যতামূলক করেনি। আপনি যে দেশে যাবেন, সে দেশের বাধ্যবাধকতা না থাকলে আপনি বাংলাদেশ থেকে টিকা না নিয়েও চলে যেতে পারবেন।

 সৌদি আরব ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, এবং জনসন অ্যান্ড জনসনের টিকার অনুমোদন দিয়েছে। বাংলাদেশ থেকে সৌদি  প্রবাসীরা ফাইজার ও মডার্না টিকা নিতে পারেবন। 

আপনি যে দেশে যাবেন, সেদেশে কোন টিকা অনুমোদিত সেটি জেনে নিন।  টিকার জন্য সুরক্ষায় নিবন্ধন করার সময় নিশ্চিত হয়ে নিন, আপনি যে টিকাদান কেন্দ্র নির্ধারণ করছেন সেখানে আপনাকে যে টিকা নিতে হবে, তা সেই কেন্দ্র দেওয়া হচ্ছে কি না।  নিশ্চিত না হয়ে নিবন্ধন করবেন না, এতে জটিলতায় পড়বেন।


বাংলাদেশ থেকে সৌদি আরবে গেলে ৭দিন নিজের খরচে হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।  তবে যারা টিকা ২ ডোজ নিয়েছেন, তারা

 হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার বদলে বাসায় কোয়ারেন্টিনে থাকার সুবিধা পাবেন।


অন্য কোন দেশ থেকে টিকার প্রথম ডোজ গ্রহন করলে, বাংলাদেশে ২য় ডোজ দেয়া হবে না।

 বিদেশ যাওয়ার আগে ২ ডোজ টিকা নেওয়ার মতো সময় ( প্রায় ৩০- ৪০ দিন) থাকলে, বাংলাদেশ থেকে টিকা নিয়ে বিদেশ যান। 

 বাংলাদেশে থেকে শুধু মাত্র এক ডোজ টিকা নিয়ে বিদেশে যাবেন না, কারণ আপনি যে দেশে যাচ্ছেন সেদেশও আপনাকে ২য় ডোজ টিকা নাও দিতে পারে। 

  প্রথম ডোজ যে টিকা নিবেন, ২য় ডোজও একই টিকা নেবেন।  কোন ভাবেই তথ্য গোপন করে দুই ধরণের টিকা গ্রহন করবেন না, এতে আপনি নিজে স্বাস্থগত ঝুঁকিতে পড়তে পারে। 

Source Page facebook Binmishal .

Saudi News

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال