সৌদি আরবে নকল রিয়াল তৈরী করায় ৩ প্রবাসী গ্রেফতার।

 


সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে নকল রিয়াল তৈরী করার চক্রের ৪ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

 এর মাঝে ৩ জন প্রবাসী এবং ১ জন সৌদি নাগরিক রয়েছেন।





সৌদি আরবের ইস্টার্জ রিজিয়ন এর পুলিশ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্য কর্ণেল মোহাম্মাদ আল-শাহরি গণমাধ্যমকে জানান, বেশ কিছু সময় ধরে তদন্ত করে দাম্মাম পুলিশের সহায়তায় নকল রিয়াল তৈরী ও বাজারজাত করা চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে ২ জন ফিলিস্তিনি নাগরিক, ১ জন ইজিপশিয়ান নাগরিক, এবং ১ জন সৌদি নাগরিক রয়েছেন। প্রতারক চক্রের সদস্যদের সকলের বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে।


গ্রেফতার এর সময় অপরাধীদের সাথে ২১ হাজার নকল সৌদি রিয়াল, নকল রিয়াল তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম, এবং মাদক উদ্ধার করা হয়। 



গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ বাহিনীর মুখপাত্র।

source saudi news - dakghar24

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال