সৌদির ৭ রাজার ৭ যুগ (পর্ব- ১) আধুনিক সৌদি আরবের ইতিহাস

 

আপনাকে যদি প্রশ্ন করি আপনার সবথেকে বেশি কোন দেশকে ভালবাসেন তাহলে নিতান্তই আপনি বুক ফুলিয়ে বলবেন আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ভালবাসি বাংলাদেশকে স্বাধীন করার জন্য যারা অবদান রেখেছে আমরা তাদেরকেও অনেক বেশি ভালোবাসি অনেক বেশি সম্মান করি


এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন বাংলাদেশের পরে সবথেকে বেশি কোন দেশকে ভালোবাসি তাহলে আমি বলবো আমি একজন মুসলিম ও প্রবাসী হিসেবে বাংলাদেশের পর আমার কাছে সব থেকে প্রিয় সৌদি আরব

#اليوم_الوطني

কালিদাস পবিত্র দেশ এই দেশ মক্কা-মদিনার দেশ এই দেশ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাঃ এর জন্মভূমি প্রিয় ভাইয়েরা প্রত্যেকটা জাতির স্বাধীনতার পিছনে রয়েছে একেকটি গৌরবোজ্জ্বল ইতিহাস


সৌদি আরবের সার্বভৌমত্বের পিছনে রয়েছে একটি বিরাট রক্তাক্ত ইতিহাস যা আমার একার পক্ষে এক ভিডিওতে আকাশেতে বলা সম্ভব না কিন্তু আজকে সৌদি আরবের জাতীয় দিবস জাতীয় দিবস উপলক্ষে ছোট আকারের আপনাদেরকে চেষ্টা করব আধুনিক সৌদি আরবের ইতিহাস সম্পর্কে কিছু তথ্য দেওয়া সপ্তম শতাব্দীতে আরব ভূখন্ডের সর্বপ্রথম খেলাফত প্রতিষ্ঠা করেন হযরত মুহাম্মদ সাঃ

সপ্তম শতকে থেকে মক্কা ও মদিনা শহর হল মুসলিম বিশ্বের জন্য সর্বোচ্চ অত্যাধিক তাৎপর্যপূর্ণ অঞ্চল ছিল মক্কা হজ পালনকারীদের একটি গন্তব্যস্থান সামর্থ্যবান প্রত্যেক বিশ্বাসের জন্ম জীবনে একবার হলেও মক্কা রাখা বাধ্যতামূলক কিভাবে আজকের সৌদি আরব রাষ্ট্রের উৎপত্তি হলো আধুনিক সৌদি আরব সম্পর্কে আমরা কতটুকু জানি সেই ইতিহাস বিশদভাবে আপনাদের সামনে তুলে ধরতে আমাদের আজকের এই ব্যতিক্রমী আয়োজন



বাঁকুড়া ওয়াসাল্লাম এবং তার পরবর্তী চার খলিফা 29 বছর আরব অঞ্চলকে শাসন করেন তাদের শাসনের পর বিভিন্ন খেলাফত ও সাম্রাজ্য অঞ্চলকে শাসন করেন 1744 সালের তখন ক্ষমতায় ছিলেন উসমানী খিলাফত তুরস্কের উসমানিয়া খিলাফতের বিরুদ্ধে শিরক-বিদাআত পালানোর অভিযোগে এ অঞ্চল থেকে সর্বপ্রথম মোঃ আব্দুল ওহাব অক্ষ বদ্ধ হয়ে চলতে শুরু করেন



লাভএসপেস পরিবার ও ওহাবী পরিবারের মতবাদের মিলন যাত্রা শুরু হয় এবং বাংলাদেশের ওহাবী ও সুন্নি মতবাদের যে দ্বন্দ্ব হয় তিনি বলেন এ সম্পর্কে ভিডিওতে যা তাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তারপর হাজার 991 সাল পর্যন্ত চলে ক্ষমতার পালাবদল ও রক্তের বদলে রক্ত কিন্তু 1891 সালে প্রযুক্তি অনুগত বাহিনীর হাতে দ্বিতীয় সাউথ আমিরাতের পতন ঘটে ক্ষমতা চলে যায় ওসমানিয়া শাসক মোহাম্মদ বিন রশিদ এর হাতে তৎকালীন সরাসরি আব্দুর রহমান বিন তার সহচরদের নিয়ে পালিয়ে যান


গোপালখালি মরুভূমি পাড়ি দিয়ে আব্দুর রহমান তার ছেলে আবদুল আজিজকে নিয়ে দক্ষিণ-পূর্বের মোল্লা নামক বেদুইন করতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন

#اليوم_الوطني

মরুভূমি পাড়ি দিয়ে আব্দুর রহমান তার ছেলে আবদুল আজিজকে নিয়ে দক্ষিণ-পূর্বের মোল্লা নামক বেদুইন করতে গিয়ে আশ্রয় গ্রহণ করেন কিন্তু শিবরামের মোবারক আল শাবাবের অতিথি হিসেবে তিনি কুয়েতে আশ্রিত হন


972 সালে তার পত্র আব্দুল আজিজ রিয়াদ এর শাসন ফিরিয়ে আনার মিশনে নামেন তিনি রিয়াদের দুর্গ দখল করে সেখানকার গভর্নর কে হত্যা করেন তখন তার বয়স মাত্র 20 বছর রিয়াদের শাসক হিসেবে আবির্ভূত হয়েছিল তার পরিচয় হয় তখন ইবনে সাউদ




আজব থেকে শুরু করে আশেপাশে অঞ্চলে অঞ্চলে সাম্রাজ্যের প্রভাব বিস্তৃত করতে শুরু করেন আধুনিক শারীরিক গঠনের ক্ষেত্রে অবদান অনেক বেশি মনে রাখার মত তারপর দীর্ঘ সংগ্রামের পর 1971 সালে সব প্রতিযোগীকে হারিয়ে কিং আব্দুলাজিজ আল সহদ সেই বছর প্রতিষ্ঠিত করেন কিংডম অফ সৌদি আরবিয়া আজকের সৌদি আরব 4 ইঞ্চি লম্বা ছিলেন আবদুল আজিজ আল সালের 22 জন স্ত্রী ছিল নানা সময়ে তাঁর পুত্র সন্তান ও কন্যা সন্তান ছিল


মোট জনসংখ্যা ছিল 47 জন তবে একসময় একাধারে চারজন করেছিল তার বিবাহের মাধ্যমে তিনি নানা পত্রের সাথে সম্পর্ক তৈরি করতেন 937 সালে দামের কথা আবিষ্কৃত হয় তাদের বিশাল বিদাতের কারণে সৌদি আরবের অর্থনীতি ঘটতে থাকে মোড় নিতে থাকে উন্নতির পথে কিং আব্দুলাজিজ হাজার 953 সালে মারা যান তার মৃত্যুর পর তাঁর পুত্র সাউথ সিংহাসন আরোহন করেন সৌদি আরবের দ্বিতীয় রাজা হিসেবে তিনি গ্রহণ করেন ধন্যবাদ পরের ভিডিওতে সৌদি আরবের সকল রাজাদের জীবনী সম্পর্কে আমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ ভাল থাকবেন সুস্থ থাকবেন


 Youtube Source BinMishal

#اليوم_الوطني

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال