সৌদি সিভিল এভিয়েশন অথোরিটি GACA নতুন করে নির্দেশনা দিয়েছে সকল বিদেশি এয়ারলাইন্স,প্রাইভেট এয়ারলাইন্সের জন্য।
নির্দেশনায় বলা হয়েছে সকল এয়ারলাইন্স যেন যাত্রীর বোডিং পাস দেওয়ার আগে ইমিউন নিশ্চিত হয়ে নেয়।
ইমিউন নিশ্চিত হওয়ার পর যাত্রীকে বোডিং পাস দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রবাসীরা ভ্রমণকারীদের ইমিউন যাচাই দুই পদ্ধতি করার জন্য।
১- তাওয়াকালনার হেলথ স্টাটাস দেখে ও টিকা নেওয়ার প্রমান দেখার মাধ্যমে।
২- কুদুম অনলাইন বা মুকিম রেজিষ্ট্রেশন,যা সৌদিতে টিকা নেওয়ার প্রমান করে তা দেখে।
বিজ্ঞপ্তিতে সকল এয়ারলাইন্সকে নির্দেশনা সঠিকভাবে মেনে চলার নির্দেশ দিয়েছে।
সতর্ক করা হয়েছে- নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এয়ারলাইন্স নিয়ম লঙ্ঘন করলে দায় এয়ারলাইন্সকে নিতে হবে।
উল্লেখ্য ২৩ সেপ্টেম্বর থেকে সৌদি নতুন কোয়ারান্টাইন সিস্টেম চালু হচ্ছে।
২৩ তারিখ থেকে টিকা না নেওয়া ব্যাক্তিদের ৫ দিন কোয়ারান্টাইনে থাকতে হবে।
*সৌদি থেকে টিকা নেওয়া ব্যাক্তিরা ১ ডোজ বা ২ ডোজ নিয়েছে তাদের জন্য নতুন কোন দিক নির্দেশনা নাই।
আগের নিয়মেই সৌদিতে কোয়ারান্টাইন ছাড়া ফিরে আসতে পারবে।
তবে ফ্লাইটের ৭২ ঘন্টার আগে মুকিম রেজিষ্ট্রেশন করতে হবে।
৭২ ঘন্টার মধ্যে pcr টেস্ট করতে হবে।
*ছুটিতে গিয়ে দেশ থেকে সৌদি সরকারের অনুমোদিত টিকার দুই ডোজ নিয়েছে,তাদের ই-সার্ভিস রেজিষ্ট্রেশন ও মুকিম রেজিষ্ট্রেশন করতে হবে।
ই-সার্ভিস টিকার অনুমোদন দিলে মুকিম রেজিষ্ট্রেশন করে,ইমিউনের প্রমান দেখিয়ে কোয়ারান্টাইন ছাড়া আসতে পারবে
* দেশ থেকে এক টিকা বা চায়না কোম্পানির ২ ডোজ টিকা নিয়ে থাকলে কোয়ারান্টাইন বাধ্যতামূলক করতে হবে।
চায়না টিকার জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক,বুস্টার ডোজ নিতে পারলে কোয়ারান্টাইন লাগবে না।
*টিকা ছাড়া ব্যাক্তিদের সরাসরি কোয়ারান্টাইনের জন্য হোটেক বুকিং নিশ্চিত করতে হবে
newsletter
saudi news bangla
Tags
Saudi.News