আর মাত্র দুই মাস পর বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ!

আর মাত্র দুই মাস পর বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! যেসব ভার্সনে হোয়াটসঅ্যাপ চলবে না। 





দুই মাস পর কিছু ভার্সনে হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে।

হোয়াটসঅ্যাপের পুর্বঘোষনা অনুযায়ী অ্যান্ড্রয়েড ভার্সন ৪.০৪ এবং এর আগের ভার্সনগুলোতে ১ নবেম্বর থেকে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ কাজ করবে না। 

এর সাথে সাথে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন আইওএস ৯ এবং এর আগের ভার্সনে হোয়াটসঅ্যাপ চলবে না।

১ নবেম্বর থেকে এই নিয়ম চালু হচ্ছে।

এর ফলে যারা পুরাতন ফোন ব্যাবহার করছেন তারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

তাদের ক্ষেত্রে নতুন ফোন কিনে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে।


১ নবেম্বর থেকে যেসব ফোনে হোয়াটসঅ্যাপ চলবে না।

1- samsung s3 mini.

2- Samsun trend-2

3- samsung s2

4- Lg optimas f7

5- lg optimas f5

6- Lg L3 2doul

7- Lg F7 (2)

8- Lg F5 (2)

9- Sony Xperia

10- Huawei Ascend Mate 

11- apple se

12- apple six

13- apple 6s

14- apple 6x plus 


হোয়াটসঅ্যাপের নিরাপত্তা জটিলতার কারনে এইসব ফোনে সেবা প্রদান বন্ধ ঘোষণা করছে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال