করোনায় আরও ৫৮ জনের মৃত্যু।

 



করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৭৯৪ জনে। 


একই সময়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন দুই হাজার ৫৮৮ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জনে।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

Corona bangla

মৃত ৫৮ জনের মধ্যে পুরুষ ৩৫ ও নারী ২৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ৫০ এবং বেসরকারি হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়।


মৃত ৫৮ জনের মধ্যে দশোর্ধ্ব দুইজন, বিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব ৭ জন, পঞ্চাশোর্ধ্ব ১৬ জন, ষাটোর্ধ্ব ১৬ জন, সত্তরোর্ধ্ব সাতজন, আশির্ধ্ব ছয়জন এবং নব্বই বছরের বেশি বয়সী একজন ও ১০০ বছরের বেশি বয়সী একজন মারা যান।


একই সময়ে করোনায় মৃত ৫৮ জনের মধ্যে বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকায় ২২ জন, চট্টগ্রামে ১৯ জন, রাজশাহীতে ৩ জন, খুলনায় ৫ জন, সিলেটে ৮ জন এবং রংপুরে একজনের মৃত্যু হয়।


Bangladesh News

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال