শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজল

 

শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন আজল


বাংলার এই মহান নেতার জন্ম বরিশালে আজকের এই দিনে ১৮৭৩ সালে। ছেলেবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত  মেধাবী। ইংরেজি-গণিত-আইন বিজ্ঞানসহ নানা বিষয়ে নেন শিক্ষা। কর্মক্ষেত্রে প্রশাসনিক দায়িত্ব পালনেও তিনি সুনাম ও সম্মান অর্জন করেন।


সাধারণ মানুষের নেতা শেরেবাংলা আবুল কাশেম (এ কে) ফজলুল হকের ১৪৮তম জন্মবার্ষিকী আজ। শেরে বাংলা অর্থ বাংলার বাঘ। বঙ্গবন্ধু, হোসেন সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানীসহ বড় বড় রাজনীতিবিদদের কাছে তার পরিচিতি ছিল হক সাহেব নামে।


এ কে ফজলুল হক ছিলেন অবিভক্ত বাংলার সাধারণ মানুষের নেতা। তবে জনপ্রিয় হন শেরে বাংলা নামে। এক সময় ভারতবর্ষে রাজনীতির কেন্দ্রে ছিলেন তিনি।


সাধারণ মানুষের নেতা হিসাবে, তাদের দুঃখ দুর্দশায় নিজেকে উজাড় করে দিয়েছেন। বিশ শতাব্দির শুরুর দিকে, বাঙালি মুসলিমরা শিক্ষা দীক্ষায় পিছিয়ে থাকলেও, তিনিই সরব হয়ে ওঠেন। রাখেন অগ্রণী ভূমিকা।


অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, কৃষকদের কথা চিন্ত করে, ঋণ সালিশি আইনসহ কয়েকটি আইন পাস করেন, কৃষকের দুঃখ মোচনে। ব্রিটিশ রাজ্যের ফর্মুলা অনুযায়ী, দুই বাঙলার বিভক্তিতে ভেঙে যায় শেরে বাংলার হৃদয়। তিনি চাননি বাংলার বিভক্তি।


১৯৬২ সালে ১৭ এপ্রিল না ফেরার দেশে পাড়ি জমান বাংলার বাঘ, দুঃখী মানুষের নেতা, কৃষকের নেতা এ কে ফজলুল হক।

তথ্যসূত্র : ইন্টারনেট 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال