৬ লক্ষ রিয়াল সহ সৌদি যাত্রী আটক" দেশে কত রিয়াল নিতে পারবেন

 

৬ লক্ষ রিয়াল সহ সৌদি যাত্রী আটক" দেশে কত রিয়াল নিতে পারবেন

৬ লক্ষ রিয়াল সহ সৌদি যাত্রী আটক" দেশে কত রিয়াল নিতে পারবেন। 


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল রিয়াল সহ দুই সৌদি যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান. 

দেশে কত রিয়াল সাথে নিতে পারবেন,খবরের নীচে উল্লেখ আছে। 

শুক্রবার সকালে জুয়েল ও গোলাম রব্বানী নামে দুই যাত্রী সৌদি আসার জন্য বিমানবন্দরে আসেন। 

তাদের ব্যাগেজ তল্লাশি করে ৬ লক্ষ ৫ হাজার রিয়াল উদ্ধার করা হয়ে।

যা বাংলাদেশি টাকায় ১ কোটি ৪০ লাখ টাকা।

আটককৃতরা প্রতিসপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যায়।

প্রবাসীদের ব্যাগেজ সুবিধায় বিভিন্ন মালামাল দেশে নিয়ে আসে। 

৬ লক্ষ রিয়াল সহ সৌদি যাত্রী আটক" দেশে কত রিয়াল নিতে পারবেন। 

দেশে কত রিয়াল বৈধভাবে নিতে পারবেন। 

সৌদি কাস্টমস একজন বিদেশি শ্রমিককে একসাথে বৈধভাবে ৬০ হাজার রিয়াল পর্যন্ত নেওয়ার সুযোগ দেয়।

যে পরিমান সৌদি মুদ্রা দেশে যাওয়া তা চাইলে ডলারে কনভার্ট করে নেওয়া যাবে।

অবশ্যই শ্রমিকের সাথে নেওয়া টাকার বৈধ উৎস থাকতে হবে।

বৈধ উৎস থাকলে একজন কর্মী বা প্রবাসী সর্বোচ্চ ৬০ হাজার রিয়াল পর্যন্ত সাথে নিতে পারবে কোন প্রকার ট্যাক্স বা ঘোষণা ছাড়া।

এর অতিরিক্ত রিয়াল সাথে নিতে হলে অবশ্যই কাস্টমকে ঘোষণা দিতে হবে,ঘোষণা ছাড়া নিলে ২০ ভাগ জরিমানা দিতে হবে।

Report Bin Mishal
Source Saudi News

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال