৩ ধরনের জিনিস বিমানের বুকিং লাগেজে রাখা যাবে

 

৩ ধরনের জিনিস বিমানের বুকিং লাগেজে রাখা যাবে

৩ ধরনের জিনিস বিমানের বুকিং লাগেজে রাখা যাবে


বিমান যাত্রা-কালে ৩ ধরনের জিনিস বুকিং লাগেজে রাখা নিষিদ্ধ,ঘোষোনা না দিয়ে ৩ ধরনের জিনিস বুকিং লাগেজে রাখলে হারিয়ে গেলে বা চুরি  কিংবা খারাপ হলে বিমান কতৃপক্ষ ক্ষতিপুরন দিতে বাধ্য নয়,কেননা ঘোষনা ছাড়া অতি মূল্যবান জিনিস বুকিং লাগেজে রাখা বিমানের পলিসিতে নাই।


যেসব জিনিস ঘোষনা ছাড়া লাগেজে রাখা যাবে না-

১- যেকোন দেশের মুদ্রা,যেমনঃ- ডলার,রিয়াল,পাউন্ড,দিনার সহ অন্যান্য দেশের মুদ্রা।

২- জুয়েলারি,স্বর্নের বিস্কুট,রুপার অলঙ্কার অথবা যেকোন মূল্যবান ধাতু।

৩- কম্বেক্ট ইলেক্ট্রনিক ডিবাইসেস,যেগুলা আকারে ছোট কিন্তু অত্যন্ত মূল্যবান-

যেমনঃ- মোবাইল,ট্যাবলেট,ঘড়ি,ক্যামেরা,ল্যাপটপ ইত্যাদি ছোট আকারের দামী ডিভাইস।

যে নিয়মে বুকিং দিতে হবে-

১- এয়ারপোর্টে বিমানের কাউন্টারে লাগজে থাকা জিনিসপ্ত্রের ঘোষনা দিতে হবে।

২- ঘোষনা ফরম সংগ্রহ করতে হবে।

৩- ঘোষনা ফরমে সকল জিনিসের বাজার মূল্য ও নামহ তালিকা করতে হবে।

৪- বুকিং মালের বাজার মূল্য যাচাই করে কতৃপক্ষ মোট মূল্যের উপর ফি নির্ধারন করবে।

৫- ফি পেমেন্ট করে,রিসিট সংগ্রহ করতে হবে।




এই নিয়মে মাল বুকিং দিলে আপনার মালামাল ক্ষতিগ্রস্ত কিংবা চুরি হলে কতৃপক্ষ ক্ষতিপুরন দিতে বাধ্য।

শুধুমাত্র তখনি আপনি লাগেজ বুকিং ঘোষনা দিবেন যখন আপনার লাগেজে অতি মূল্যবান কোন জিনিস থাকবে,

উপরে উল্লেখিত জিনিসপ্ত্রের জন্য এই নিয়ম,সাধারন কোন জিনিস থাকলে স্বাভাবিক নিয়মেই লাগেজ বুকিং দিতে পারবেন।


৩ ধরনের জিনিস বিমানের বুকিং লাগেজে রাখা যাবে


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال