আর থাকছে না ফেসবুক!

 

অতি জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেইসবুক এই নামে আর থাকছে না।

আর থাকছে না ফেসবুক!

ফেসবুকের কর্পোরেট কোম্পানির নাম পরিবর্তন করা হয়েছে, নতুন নাম রাখা হয়েছে ‘মেটা’। অপরিবর্তিত থাকবে ফেসবুকের অধীনে থাকা সব অ্যাপগুলোর নাম।


ফেসবুকের নতুন লোগো

বৃহস্পতিবার ফেসবুকের বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ঘোষণায় তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইন্টারনেটের উত্তরসূরী হতে যাচ্ছে মেটাভার্স। এতে ভবিষ্যৎ বদলে যাবে ইন্টারনেটের।

আর থাকছে না ফেসবুক!


এই বদলের ফলে ফেসবুকসহ এর অন্যান্য সেবার নাম অবশ্য বদলে যাবে না। ইন্সটাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মতো সেবার নাম আগের মতোই থাকবে। ‘মেটা’ হবে মূলত এর প্যারেন্ট কোম্পানি।


Facebook new logo

Facebook founder Mark Zuckerberg announced at Facebook annual conference on Thursday.

"We believe Meta will be the successor to the Internet," he said in the announcement. This will change the future of the Internet.

As a result of this change, the name of its other services including Facebook will not change. The names of services such as Instagram, WhatsApp, and Messenger will remain the same. Its parent company will be meta.


সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্ক জার্কারবার্গ জানান মেটাকে আরো উন্নত করতে আমরা ৫ কোটি ডলার বিনোগ করছি,মানুষ যাতে আরো সহজে সেবা পায় তার জন্য আমরা আরো কঠোর পরিশ্রম করবো।

যেকোন সময় নতুন নাম ফেইসবুক অ্যাপ ওয়েব ভার্সনে শো করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال