প্রবাসীরা তিন মাসের আকামা নবায়ন করতে পারবে।

 

Source Image/ bin mishal

সৌদি ব্যাংকগুলো ন্যূনতম তিন মাসের আকামা নবায়নের জন্য হালনাগাদ শুরু করছে।

প্রবাসীরা তিন মাসের আকামা নবায়ন করতে পারবে।

সৌদি সেন্ট্রাল ব্যাংক জানান ব্যাংকগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে সরকারি পেমেন্ট করার সিস্টেস হালনাগাদ করার জন্য।

সৌদির সকল ব্যাংকে ৩ মাস ৬ মাসের আকামার ফি জমা করার সিস্টেম নিয়ে কাজ চলছে।

খুব শীঘ্রই সিস্টেম চালু হলে প্রবাসীদের ন্যূনতম তিন মাসের ও ছয় মাসের আকামা নবায়ন করে দিতে পারবে নিয়োগকর্তা।

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় জানান আবশির বিজনেস, মুকিম, এবং কিওয়ার অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আকামা নবায়ন করতে পারবে।

নিয়োগকর্তারা গৃহকর্মীদের তিন মাসের আকামা বানানো যাবে না,কারন গৃহকর্মীদের ওয়ার্ক পার্মিট হয়না।

খরচ বিষয়ে মক্তব আল আমেলের তথ্য-

ইকামা নবায়নের জন্য মক্তব আল আমেলের বাৎসরিক ফি ৯৬০০ রিয়াল,প্রতি মাসে ৮০০ রিয়াল,৩ মাসের ফি আসবে ২৪০০ রিয়াল।

ফ্যামিলি ইকামায় যারা আছে তাদের প্রতিমাসের ফি ৪০০ রিয়াল।

প্রবাসীরা তিন মাসের আকামা নবায়ন করতে পারবে।




#iqamaFree
#iqama_fee
#iqama2021
author-img
Saa7oo

Comments

      No comments
      Post a Comment

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube