এক ডোজ টিকা নিলে তিন দিন কোয়ারেন্টাইন

 

এক ডোজ টিকা নিলে তিন দিন কোয়ারেন্টাইন

এক ডোজ টিকা নিলে তিন দিন কোয়ারেন্টাইন 

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক নির্দেশনায় জানিয়েছে যে যারা সৌদি আরবে প্রদত্ত কোন একটি টিকা সৌদিতে থাকা অবস্থায় নিয়ে সৌদির বাইরে গিয়েছিলেন,  তারা ফেরার সময় সরাসরি সৌদিতে ফিরতে পারবেন। তবে এক্ষেত্রে তাকে সৌদিতে পৌছার পর তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।  এই সিদ্ধান্ত 04/12/2021 থেকে কার্যকর হবে। 

যারা সৌদিতে থাকা অবস্থায় এক  ডোজ টিকা নিয়ে দেশে যাওয়ার পর আরেক ডোজ নিয়েছেন তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দিষ্ট লিংকে গিয়ে টিকার তথ্য আপডটের জন্য আবেদন করে তাওয়াক্কালনায় ইমিউন প্রদর্শন সাপেক্ষে কোয়ারেন্টাইন ছাড়াই সৌদিতে আসতে পারবেন।

এক ডোজ টিকা নিলে তিন দিন কোয়ারেন্টাইন 

এছাড়াও যারা বাংলাদেশে টিকা গ্রহণ  করেছেন এবং সার্টিফিকেট আছে তারা সেই টিকার তথ্য সৌদি সিস্টেমে অন্তর্ভুক্ত করতে প্রদত্ত টিকার সনদ সৌদি স্বাস্থ মন্ত্রণালয়ের এই লিংকে 

https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration 

গিয়ে  আপলোড করে আবেদন করতে হবে।

আবেদন করার পর সাধারণত তিন সপ্তাহ সময় নেয় এপ্রুভের জন্য। উল্লেখ্য  টিকা নিয়ে এখানে রেজিষ্ট্রেশন সম্পন্ন না করলে তা তাওয়াক্কালনায় দেখাবেনা, ফলে দৈনন্দিন নানা জটিলতার মুখোমুখি হতে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال