বিশ্বের বিভিন্ন দেশে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হওয়ার কারনে সৌদি আরব ৭ দেশের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে।
আফ্রিকার ৭ দেশের সাথে ফ্লাইট বন্ধ করে দিয়েছে,আজ শুক্রবার থেকে এই ৭ দেশ থেকে সৌদি আরবে সরাসরি প্রবেশ করা যাবে না।
সৌদি নাগরিকদের জন্য এই নিয়ম প্রযোজ্য না।
যে দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধ করেছে যার মধ্যে-
সাউথ আফ্রিকা,নামিবিয়া,বোস্তোয়ানা,জিম্বাবুয়ে,মুজাম্বীর,লেসুতু ও ইসোয়াতিনিয়া এই ৭ দেশের সাথে ফ্লাইট বন্ধ ঘোষনা করেছে।
আজ শুক্রবার থেকে ফ্লাইট বন্ধ করা হয়েছে।
করোনার নতুন ধরন অনেক ভয়ংকর,বিশ্বের বিভিন্ন দেশ এইসব দেশের সাথে ফ্লাইট বন্ধের চিন্তাভাবনা করছে।
বাংলাদেশেও সতর্ক অবস্থা জারি করা হয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্যনিরাপত্তা সংস্থা বলেছে, করোনার নতুন এ ধরনে যে স্পাইক প্রোটিন রয়েছে, সেটি মূল করোনাভাইরাসের স্পাইক প্রোটিন থেকে ভিন্ন। আর ওই স্পাইক প্রোটিনকে বিবেচনায় নিয়েই করোনার টিকাগুলো তৈরি করা হয়েছে। সে কারণে এসব টিকা করোনার নতুন ধরনটির ক্ষেত্রে কার্যকর হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।বিজ্ঞানীরা এখনো করোনার এ নতুন ধরন সম্পর্ক খুব বেশি জানতে পারেননি। তবে এটা খুবই উদ্বেগের বলে সতর্ক করেছেন তাঁরা
Report/ Bin mishal
وزارة الداخلية:
— أخبار السعودية (@SaudiNews50) November 26, 2021
القرار جاء بعد مارفعته الجهات الصحية المختصة في المملكة أثر ظهور سلالة جديدة من فيروس كورونا في عدد من الدول. https://t.co/9yoghuHxEc