মারা গেলেন প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতও।

 

মারা গেলেন প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াতও।

ঢাকা: ভারতের তামিলনাড়ুতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত নিহত হয়েছেন। ভারতীয় বিমানবাহিনী এক বার্তায় জানিয়েছে, হেলিকপ্টার দুর্ঘটনায় জেনারেল রাওয়াত, তার স্ত্রী এবং আরো ১১ জন আরোহী নিহত হয়েছেন।

এম আই ১৭ হেলিকপ্টারটিতে মোট ১৪ জন আরোহী ছিলেন । তাদের একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, এবং তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

হেলিকপ্টারে আরোহীদের মধ্যে কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা ছিলেন বলে জানা যাচ্ছে। শৈল শহর ঊটির কাছে দুর্ঘটনাটি ঘটে যখন সুলুর বিমানঘাটি থেকে ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস কলেজের দিকে যাচ্ছিল হেলিকপ্টারটি।


প্রথমবারের মতো ভারতে চিফ অফ ডিফেন্স স্টাফ পদ তৈরি করে বিপিন রাওয়াতকে নিয়োগ দেয়া হয়। সেনাপ্রধানের পদ থেকে অবসর গ্রহণের পর ২০২০ সালের পহেলা জানুয়ারি তিনি ওই পদের দায়িত্ব গ্রহণ করেন। সূত্র: বিবিসি


নিউজজি/জেডকে

Previous Post Next Post

نموذج الاتصال