ফ্লাইট বন্ধের খবরটি ভূয়া ও গুজব,সাবধান গুজবে কান দিয়ে টিকেটের দাম বাড়াবেন না।

 

ফ্লাইট বন্ধের খবরটি ভূয়া ও গুজব,সাবধান গুজবে কান দিয়ে টিকেটের দাম বাড়াবেন না।

ফ্লাইট বন্ধের খবরটি ভূয়া ও গুজব,সাবধান গুজবে কান দিয়ে টিকেটের দাম বাড়াবেন না। 

কোন ধরণের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের ঘোষণা দেয়নি বাংলাদেশ সরকার।  নির্দিষ্ট কোন দেশের সাথে ফ্লাইট বন্ধ বা বাতিলের নির্দেশনাও দেয়নি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। যথা নিয়মে ফ্লাইট চলাচল করছে। 


ফ্লাইট সংক্রান্ত কোন নির্দেশনা থাকলে বিজ্ঞপ্তি  প্রকাশ করা হয়। ফলে  ফেসবুক,  ইউটিউবে গুজব থেকে সর্তক থাকুন।  এই গুজব যারা ছড়ায় তারা মূলত ফ্লাইটের ভাড়া বাড়ানোর সিন্ডিকেটের সদস্য।   একই রকম গুজব তারা ছড়িয়ে ডিসেম্বর, জানুয়ারি মাস জুড়ে ফ্লাইটের ভাড়া বাড়িয়েছে।


 আন্তর্জাতিক ভাবেই ফ্লাইটের চাহিদা বাড়লে ভাড়া  বাড়তে থাকে। অনেক প্রবাসী আটকে পড়ার ভয়ে মার্চে পর্যন্ত ছুটি থাকলেও জানুয়ারিতে টিকেট কেটে চলে যেতে চেষ্টা করেছেন। ফলে স্বাভাবিক থেকে বেশি চাহিদা সৃষ্টি হয়েছে। 



এখন আবার ভাড়া ধীরে ধীরে কমে আসার পথে । কিন্তু  এই সময়ে  এসেও আবারও গুজব ছড়াচ্ছে একই চক্র। যাতে প্রবাসীরা আটকে পড়ার ভয়ে তড়িগড়ি করে টিকিট কাটেন।  বাংলা এভিয়েশনের অনুরোধ, দেশে ছুটিতে আসার সময় রির্টান টিকিট কেটে আসুন,  গুজবে কান না দিয়ে সত্য যাচাই করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال