সৌদি আরবে এক সপ্তাহে ৮,৯৫৫ বার করোনা নির্দেশনা অমান্য।

 

সৌদি আরবে এক সপ্তাহে ৮,৯৫৫ বার করোনা নির্দেশনা অমান্য।

সৌদি আরবে এক সপ্তাহে ৮,৯৫৫ বার করোনা নির্দেশনা অমান্য।

বিগত এক সপ্তাহে সৌদি আরবে ৮,৯৫৫ বার করোনা নির্দেশনা অমান্যের ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই কর্তৃপক্ষ আরো সচেষ্ট হয়ে উঠেছেন করোনা নির্দেশনা অমান্যের ঘটনা শনাক্তের জন্য এবং সবাইকে নিয়ম মেনে চলার জন্য সচেষ্ট করার জন্য।


সৌদি আরবে এক সপ্তাহে ৮,৯৫৫ বার করোনা নির্দেশনা অমান্য।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিগত এক সপ্তাহে রিয়াদে সবচাইতে বেশি পরিমান করোনা নির্দেশনা অমান্যের ঘটনা ঘটেছে, ২,৭১৫ বার। এরপরেই রয়েছে মদিনায়, ১৪,২৩ বার, মক্কা ১,০৮৮ , পূর্বাঞ্চলে ৮৯৪, হাইলে ৫১৩, আসিরে ৪৮১, কাসিমে ৪০৭, বাহা তে ৩৪০, উত্তর সীমান্তে ৩১৬, তাবুকে ২৪৭ , জাউফে ২৩৮, নাজরানে ১৪৮, এবং জাজানে ১৪৫ বার করোনা নির্দেশনা অমান্য করা হয়েছে।

সৌদি আরবে এক সপ্তাহে ৮,৯৫৫ বার করোনা নির্দেশনা অমান্য।

গত সপ্তাহে সৌদি আরবে নতুন করে করোনা নির্দেশনা বাধ্যতামূলকভাবে জারি করেছে। এই নির্দেশনা অনুযায়ী সবাইকে যেকোন বানিজ্যিক ভবনে, মার্কেটে, শপিং মলে, রেস্টুরেন্টে, বিনোদনকেন্দ্রে, সর্বোপরি সকল প্রকার পাবলিক প্লেসে সর্বদা মাস্ক পরিধান করে থাকতে হবে, এবং সামাজিক দুরত্ব মেনে চলতে হবে


ওমিক্রন ও ডোমিক্রন নিয়ন্ত্রণের জন্য প্রোটকল ঘোষণা

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال