সৌদিতে ১৬ তারিখ থেকে অভিযান হবে এমন ভয়ে আছেন
সৌদিতে ১৬ তারিখের পর কি হবে এমন ভয়ে যারা আছেন,বিস্তারিত জেনে নিশ্চিন্ত থাকুন।
১৬ ফেব্রয়ারিতে বানিজ্য মন্ত্রনালয়ের বেঁধে দেওয়া ব্যাবসা প্রতিষ্ঠান নিবন্ধনের সময় শেষ হচ্ছে।
সে হিসেবে ব্যাবসা প্রতিষ্ঠান যারা নিবিন্ধন যারা করবে না তাদের বিভিন্ন সমস্যা হতে পারে।
অনেকেই মনে করছেন ১৬ তারিখ থেকে অবৈধ প্রবাসী এবং ঘরের কাজের ভিসার লোকদের আটক অভিযান চলবে,আসলে এমন কোন খবরের ভিত্তি নাই।
সৌদিতে অভিযান কখন চলবে এটা কারো পক্ষেই আগাম বলা সম্ভব না,খেয়াল রাখবেন অবৈধ প্রবাসীদের আটক অভিযান কখনোই বন্ধ ছিল না।
তাছাত্তুর তেজারি নিয়ে মন্ত্রীর হুঁশিয়ারি" বড় জরিমানা ও অভিযানের ঘোষণা দিচ্ছেন মন্ত্রী।ব্যবসা-প্রতিষ্ঠান যারা নিবন্ধন করে নাই তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে বানিজ্য মন্ত্রনালয়.