আজ থেকে মক্কা প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার

Saudi News Hajj 2022


আজ থেকে মক্কা প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

আজ থেকে মক্কা প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।
আজ ২৫ শাওয়াল,ইংরেজি ২৬ মে ২০২২ আজ থেকে মক্কায় অনুমতি ছাড়া প্রবেশ নিষিদ্ধ।


Saudi News Bangla

শুধুমাত্র উমরাহ,হজ ও কাজে জন্য মক্কায় প্রবেশ করা যাবে।
যাদের ইকামা মক্কা জাওয়াযাত থেকে ইস্যু হয়েছে,ইকামায় যদি মক্কা আল মোকারামা লিখা থাকে তাহলে যেকোনো সময় অনুমতি ছাড়া প্রবেশ করা যাবে।
যাদের ইকামা মক্কা জাওয়াযাত থেকে ইস্যু হয়নি তারা মক্কায় প্রবেশ করতে হলে অবশ্যই তাসরিয়া বা যেটাকে বলে অনুমতি নিয়ে আসতে হবে।





আজ থেকে মক্কা প্রবেশ নিষিদ্ধ করেছে সরকার।

উল্লেখ্য প্রতিবছর হজের আগে মক্কা প্রবেশ নিষিদ্ধ হয়।
এইবার অন্য সময়ের আগেই মক্কা প্রবেশ নিষিদ্ধ হয়েছে।

আজ থেকে ৪৫ দিন মক্কা প্রবেশ নিষিদ্ধ,যারা প্রবেশ করতে পারবেন।
আজ থেকে ৪৫ দিন মক্কা প্রবেশ নিষিদ্ধ,যারা প্রবেশ করতে পারবেন এবং যে নিয়মে।
মক্কা প্রবেশ নিষিদ্ধ এবং এই নিষেধাজ্ঞা থাকবে হজের পরের দিন পর্যন্ত।
যদি মক্কায় আসতে হয় তাহলে যেইভাবে আসতে হবে তার বিস্তারিত।

Bin Mishal Report


Saa7oo.com Facebook

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال