সৌদি আরবে বাইরে থেকে অর্ডার করা পণ্যে ভ্যাট প্রদান করতে হবে।
সৌদি আরবের বাইরের কোন আন্তর্জাতিক ই-কমার্স বা বিক্রেতা থেকে যদি কোন পণ্য অর্ডার করে সৌদি আরবে আনা হয়, তবে সেই পণ্যের উপরে ভ্যাট প্রদান করতে হবে বলে জানিয়েছে সৌদি পোস্ট এন্ড লজিস্টিকস।
উল্লেখ্য যে, সৌদি আরবের বাইরে থেকে সৌদি আরবে আগত যেকোন পণ্যের উপরে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সৌদি যাকাত, ট্যাক্স, এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্বারা গ্রহণকৃত একটি সিদ্ধান্ত। সৌদি আরবের বাইরে সৌদি আরবে পণ্য ডেলিভারি করা সকল কোম্পানিকে গ্রাহক এর কাছে পণ্য পৌঁছে দেবার সময়েই ১৫ শতাংশ ভ্যাট আদায় করার ব্যাপারে নির্দেশ দিয়েছে সৌদি পোস্ট এন্ড লজিস্টিকস।
সৌদি আরবে বাইরে থেকে অর্ডার করা পণ্যে ভ্যাট প্রদান করতে হবে।
সৌদি পোস্ট এন্ড লজিস্টিকস জানিয়েছে, সৌদি আরবের বাইরের কোন ওয়েবসাইট বা ই-কমার্স থেকে কোন পণ্য অর্ডার করে সৌদি আরবে আনা হলে সেটার গায়ে সংযুক্ত শিপিং লেবেলে উল্লেখিত মূল্যের ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হবে পণ্যের গ্রাহককে।
Saudi News Source
Dakghar24