আমি বিন মিশালের সাথে যা হয়েছে,এমনটা যেন আপনার সাথে না হয়

Bin Mishal

Bin Mishal

ন মিশালের জীবনে যা ঘটেছে দয়া করে অন্য কারো সাথে ঘটবেন না এবং বিপদে পড়বেন না।

প্লিজ পুরাটা পড়ে যাবেন-
আপনার যখন অবস্থা ভালো থাকবে তখন আপনার বন্ধু-বান্ধবের অভাব হবে না।
কিন্তু একবার প্রবাসে বিপদে পড়ে দেখেন কেউ পাশে নাই,সবাই লাপাত্তা।
উদাহরণ আমি..মাঝে সেই ভুলগুলো শোধরানোর চেষ্টাও করি।
এখন একেবারেই বন্ধুবান্ধব ছাড়া নিরামিষ একটা জীবন যাপন করছি।
২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত ২ টা দোকানের মালিক ছিলাম,অনেক টাকাও কামাই করতাম।
বন্ধু-বান্ধবের অভাব ছিল না,কত মানুষকে আর্থিকভাবে সাহায্য করেছি তার হিসেব নেই।
যখন ২০১৫ শেষ দিকে মোবাইলের দোকানে সৌদি বাধ্যতামূলক করা হয়,দোকান ছাড়তে বাধ্য হই,অনেক টাকা লস হয়।
সে সময় একদম জিরো হয়ে যাই,জীবনের একটা বড় ধাক্কা ছিল।
ঘুরে দাঁড়াতে বহু মানুষের কাছে সাহায্য চেয়েছি কেউ তখন সাহায্য করেনি।
এমনকি নিজের পাওনা লাখ রিয়ালের উপরে সেই টাকাটাও পাই নাই,যখনি পাওনা টাকা চাইতে যাইতাম আজ-কাল করে ঘুরাতো।
এইভাবে এমনো সময় ছিল না খাওয়ার অবস্থাও হয়েছে।
বাড়ি থেকে জমি বিক্রি করে ঝামেলা মিটিয়েছি,সে সময় একজন মানুষ নিঃস্বার্থ ভাবে সাথে ছিলেন তিনি হলো আমার বাবা।
তাই আমিও বাবার জন্য সব করতে প্রস্তুত থাকি।
অবশেষে কোন রাস্তা না পেয়ে চলে আসি এক শহর থেকে অন্য শহরে।
যারা সেই সময় আমার টাকা দিয়ে ব্যবসা করেছে তারা মুখ ঘুরিয়ে নিয়েছে।
যারা আমার সাথে খেত বসতো তারাও পরের মত আচরণ করেছে,এমনকি নিজের আপন লোকগুলোও মুখ ফিরিয়ে নিয়েছিল।
এখন ভালো আছি তাই আবারো দেখা পাওয়া যাচ্ছে সেই সকল মানুষগুলোকে যারা আমার কষ্টের সময় মুখ ফিরিয়ে নিয়েছে।
প্রবাসে বেশি বন্ধুবান্ধব মানেই বেশি ঝামেলা,আজকাল টিকটক,ফেইসবুকে দেখি অনেক প্রবাসীর আর্তনাদ।
কষ্ট লাগে এইসব দেখলে,কষ্ট হয় পিছনের কথাগুলো মনে পড়লে।
এটাই প্রবাস,এখানে কেউ কারো আপন হয় না,বিপদে পড়লে মানুষ চিনা যায়।
বিদ্রঃ- একজন মানুষ তখন পেয়েছিলাম যিনি আর্থিকভাবে সাহায্য মানসিক ভাবে অনেক সাহস দিয়েছিলেন,তিনি সোহেল ভাই।যিনি এখন জুবাইলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী।
একজন হতভাগা প্রবাসী bin mishal



বিন মিশাল বলেছেন: আমার সাথে যা ঘটেছে তা আপনার সাথে ঘটতে দেবেন না এবং আবেগ নিয়ে বাঁচবেন না


আমার সাথে যা হয়েছে তা যেন আপনার সাথে না হয়,আবেগ দিয়ে জীবন চলে না।
প্রবাসীদের সাহায্য করার মত লোক খুব কম,তেমনটা আমার ক্ষেত্রেও হয়েছে,ভিখারি বানিয়ে দিয়েছিল অ মা নু ষ গুলো আমাকে।

বিন মিশালের দিকনির্দেশ এবং পরামর্শ কী তা আমাদের সাথে পড়ুন:

পরামর্শ-
📌প্রবাসে ভালো আছেন বা খারাপ আছে সে গল্প পরিবার বা বন্ধুবান্ধবকে কম বলবেন।
বেশি বলতে গেলে ইজ্জত কমে যাবে।
📌পরিবারকে বুঝিয়ে বলবেন ছোট-খাটো বিষয়গুলো যাতে নিজেরা মিটিয়ে নেয়,সব বিষয়ে যাতে আপনাকে চাপ না দেয়।
বেশিরভাগ প্রবাসীরা পারিবারিক চাপেই অসুস্থ হয়,হৃদরোগে ভুগে হার্ট অ্যাটাক করে।
📌পরিবারকে মিতব্যায়ী হতে নির্দেশ দিন,অপচয়কারী শ য় তা নে র সমতুল্য,আয় থেকে যাতে ব্যয় বেশি না হয়।
📌পারিবারিক অনুষ্ঠান যত ছোট করে করা ততই ভালো।
📌কে কি বলছে তা না দেখে নিজের ভালো বুঝতে শিখুন,আপনি ভালো থাকলে দুনিয়া ভালো থাকবে ভাই।
(bin mishal একজন ভুক্তভোগী)
বিন মিশাল বলেছেন: আমার সাথে যা ঘটেছে তা আপনার সাথে ঘটতে দেবেন না এবং আবেগ নিয়ে বাঁচবেন না

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال