সৌদিতে নতুন ভিসা চালু হয়েছে

Amel Insayat

Amel Insayat

সৌদির নতুন ভিসা আমেল ইনসায়াত,এই ভিসায় সুবিধা কি?

 সৌদিতে নতুন ভিসা চালু হয়েছে"

সৌদি মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় নতুন ভিসা চালু করেছে।

মন্ত্রনালয় আমেল ও আমেল আইদি ভিসা সম্পুর্ণ বন্ধ রেখেছে।

বর্তমানে যে সকল নিয়োগ কর্তা ভিসা আবেদন করছে,তাদের আমেল আইদির পরিবর্তে আমেল তাঞ্জিল বা আমেল ইন্সায়াত এই ভিসাটা দেওয়া হচ্ছে।

সৌদিতে ৩ মাস ধরে আমেল আইদি ভিসা বন্ধ,তার পরিবর্তে আমেল ইন্সায়াত একই ক্যাটাগরির ভিসা।

এই ভিসায় একজন কর্মী যেকোনো প্রতিষ্ঠানে আসতে পারবে ও কাজ করতে পারবে।

নতুন এই ভিসাকে হয়তো অনেকে ফ্রি ভিসা ভাববেন।

সৌদি সরকার কখনো ফ্রি ভিসা বলে কোন ভিসা ইস্যু করে নাই।



জরুরী:





Iqama News - Saudi News Bangla

মন্ত্রণালয় বলছে এটি সৌদি আরবে শ্রমবাজারের
উন্নয়ন ও শ্রম অধিকার বৃদ্ধির একটি অংশ যা শ্রমিকের সুবিধার কথা চিন্তা করে বাস্তবায়ন করা হচ্ছে। 

বর্তমান এই আইন অনুযায়ী নতুন নিয়োগ কর্তা বা স্পনসরকে স্থানান্তরকারী কর্মীর বকেয়া সরকারি ফি বহন করতে হবেনা। অর্থাৎ নতুন কফিল বা কম্পানি শ্রমিকে আগের নিয়োগ কর্তার কাছে থাকাকালীন যদি কোন সরকারি বাবদ বকেয়া ফি থাকে তা পুরাতন নিয়োগ কর্তাকে প্রদান করতে হবে।


Iqama fees - Maktab Amel

9600 রিয়াল ইকামার ফি" 4 জনের বেশি ডোমেস্টিক পেশার লোকদের জন্য।
দুঃসংবাদ
আজ থেকে কার্যকর,ডোমেস্টিক পেশার ইকামার ফি 9600 যদি 4 জনের বেশি হয়।
মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় যে সকল সৌদিদের গৃহকর্মীর সংখ্যা ৪ জনের বেশি,তাদের ৫ম গৃহকর্মীর ক্ষেত্রে ইকামার ফি 9600 রিয়াল কার্যকর করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال