সৌদি আরবে ১ বিলিয়ন রিয়াল সমমানের মাদক অর্থাৎ ইয়াবাসহ ৮ প্রবাসীকে আটক
ইতিহাসে সেরা মাদক চালান আটক করেছে বলে মন্তব্য করেছেন প্রশাসন
Saudi Arabia arrested 8 expatriates
সৌদি আরব ১ বিলিয়ন রিয়াল সমমানের মাদক অর্থাৎ ইয়াবাসহ ৮ প্রবাসীকে আটক। ইতিহাসে সেরা মাদক চালান আটক করেছে বলে মন্তব্য করেছেন প্রশাসন, আরব নিউজে প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে আটক ৮ জনের মধ্যে ৬ জন সিরিয়ান ও ২ জন পাকিস্তানি নাগরিক।
সৌদি প্রশাসন বলেছে এত বড় ইয়াবা চালান এর আগে আটক হয়নি, আটক ৮ জনকেই পাবলিক প্রসিকিউশনে হস্তান্তরের মাধ্যমে জেলে প্রেরন করা হয়েছে।