শুধু পাসপোর্ট দিয়েই কেনা যাবে প্রবাসীদের বন্ড
এখন থেকে শুধু পাসপোর্ট দিয়েই ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট ডলার বন্ড কিনতে পারবেন প্রবাসীরা।
অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।
আগে এসব বন্ড কিনতে জাতীয় পরিচয়পত্র থাকার বাধ্যবাধকতা ছিল। বাংলাদেশ ব্যাংক গতকাল সোমবার ব্যাংকগুলোকে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড ও ইউএস ডলার ইনভেস্টমেন্ট ডলার বন্ডে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের জাতীয় পরিচয়পত্র না থাকলে পাসপোর্ট নম্বরকে পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক হবে না।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, ডলার–সংকটের মধ্যে বন্ডের আকর্ষণ বাড়াতে জাতীয় পরিচয়পত্র থাকার শর্ত প্রত্যাহার করা হয়েছে। কারণ, প্রবাসীদের কাছে এই বন্ড এখনো ভালো বিনিয়োগমাধ্যম। এতে যে সুদ পাওয়া যায়, তা এখনো অন্য দেশের চেয়ে বেশি।
Source Embassy of Bangladesh Riyadh