আসল খরচ দেখে নিন। iqama fee 2023
২০২৩ সালে ৪ জনের মোহাসাসার ইকামার টাকা বাড়বে কি?আসল খরচ দেখে নিন। iqama fee 2023
2023 সালের ইকামা বানানোর খরচ,খরচ বাড়লো নাকি কমলো।
১ নজরে ২০২৩ সালের ইকামার খরচ বাড়লো নাকি কমলো।
iqama renew fee 2023
ছোট মোহাসাসায় ১০০ রিয়াল মোগাবল মালী দিয়ে ইকামা বানানোর শর্ত অনেক।
শর্ত সুমহ
১- কফিল কোথাও কাজ করতে পারবে না,কফিলের তামিনাত কোথাও ইউজ করলে ১০০ রিয়াল আসবে না।
২- প্রতি ২ জনের জন্য ১ জন সৌদি লাগবে,অথাৎ ৪ জনের মোহাসাসায় কফিল সহ মোট ২ জন সৌদি থাকতে হবে।
৩- মোহাসাসা ফারদী হতে হবে।
৪- কফিলের নিতাকাত সিস্টেম সবুজ থাকতে হবে।
এইবার দেখে নেই খরচঃ- চলমান বছর
যদি ছোট মোহাসাসায় ২ জনের বেশি কর্মী না থাকে এবং কফিল কোথাও কাজ না করে তবে-
মক্তব আল আমেল মোগাবল মালী- ১০০ রিয়াল।
কাফালা খরচ ২০০০ রিয়াল প্রথমবার হলে,এর বেশি হলে ২ হাজার করে বাড়বে।
জাওয়াযাত ৬৫০ রিয়াল,প্রতি বছরের হিসাব হবে।
তামিন ৫০০ রিয়াল বাধ্যতামূলক,তামিন সাসা করলে কম টাকায় করা যায়।
জরিমানা প্রথম বার ৫০০ রিয়াল ২য় বার বা তার বেশি হলে ১০০০ রিয়াল।
সর্বমোট সরকারি খরচ ৩৭৫০ রিয়াল।
১ বছরের বেশি হলে ২য় বছরে পা রাখলে-
পিছনের ১ বছরের মক্তব আল আমেল ফি আপনার আগের কফিলের উপরে যাবে,আপনি শুধু চলমান বছরের মক্তব আল আমেল ও জাওয়াযাত ফি এবং জরিমানা পেমেন্ট করতে হবে।
মক্তব আল আমেল মোগাবল মালী- ১০০ রিয়াল।
জাওয়াযাত ফি ২ বছরের ৬৫০ করে ১৩০০ রিয়াল।
কাফালা খরচ ২০০০ রিয়াল প্রথমবার হলে,এর বেশি হলে ২ হাজার করে বাড়বে।
তামিন ৫০০ রিয়াল বাধ্যতামূলক,তামিন সাসা করলে কম টাকায় করা যায়।
ইকামা লেট ফি বা জরিমানা ২য় বারের জন্য ১০০০ রিয়াল।
সর্বমোট খরচ সরকারি খরচ ৪৪০০ রিয়াল।
কফিল ফায়দা যোগ হয় নাই
Bin Mishal Report
২ বছর শেষ ৩ বছরে পা রেখেছেন?
পিছনের ২ বছরের মক্তব আল আমেল ফি আপনার আগের কফিলের উপরে যাবে,আপনি শুধু চলমান বছরের মক্তব আল আমেল ও জাওয়াযাত ফি এবং জরিমানা পেমেন্ট করতে হবে।
মক্তব আল আমেল মোগাবল মালী- ১০০ রিয়াল।
জাওয়াযাত ফি ৩ বছরের ৬৫০ করে ১৯৫০ রিয়াল।
কাফালা খরচ ২০০০ রিয়াল প্রথমবার হলে,এর বেশি হলে ২ হাজার করে বাড়বে।
তামিন ৫০০ রিয়াল বাধ্যতামূলক,তামিন সাসা করলে কম টাকায় করা যায়।
ইকামা লেট ফি বা জরিমানা ৩য় বারের জন্য ১০০০ রিয়াল।
সর্বমোট খরচ সরকারি খরচ ৫৫৫০ রিয়াল।
কফিল ফায়দা যোগ হয় নাই
এর বেশি হলে শুধু আপনাকে জাওয়াত ফি প্রতি বছরের ৬৫০ রিয়াল করে হিসাব করে নিতে হবে
যেমন ধরুন আপনার ৩ বছর শেষ ৪ বছরে পা রেখেছেন তাহলে আপনাকে ৩ বছরের খরচের সাথে শুধু ৬৫০ রিয়াল যোগ করে নিতে হবে-
উপরে ৩ বছরের খরচ আসছে ৫৫৫০ রিয়াল
৫৫৫০+৬৫০=৬২০০ হবে।
৫ বছরে পা রাখলে আপনার খরচ আসবে ৬২০০+৬৫০=৬৮৫০
এই খরচ শুধুমাত্র ছোট মোহাসার সরকারি খরচ…
কফিল ফায়দা,মক্তব খরচ ও অন্যান্য খরচ এখানে যোগ করা হয় নাই।
বড় মোহাসার ইকামার খরচ ২০২৩
বর্তমান সময়ে বিষটি খুবই জরুরি,কারন অনেকেই বিষয়টি জানে না।
আপনার ইকামার টাকা কত আসবে?
ডিসেম্বর মাসের ইকামা ও কাফালার খরচ কত দেখে নিন।
চলমান বছর- বড় মোহাসাসা
ইকামার ফি বা জাওয়াযাত ফি- ৬৫০ রিয়াল
মক্তব আল আমেল বা মোগাবল মালী-
প্রতি মাসে ৮০০ গুনন- ১২ = ৯৬০০ রিয়াল
ইন্সুরেন্স সম্ভবত- ৫০০ রিয়াল
যদি ইকামার মেয়াদ না থাকে তবে প্রথম বার- ৫০০ রিয়াল জরিমানা
২য় বারের জন্য- ১০০০ রিয়াল।
কাফালার ফি- ২০০০ রিয়াল প্রথম বার,১ এর বেশি হলে ২০০০ করে বাড়বে।
কথিত কফিল মাসিক টাকা উল্ল্যেখ করি নাই।
সর্বমোট বড় মোহাসাসায় খরচ আসবে- ১৩২৫০ রিয়াল।
এখা
নে মক্তব খরচ যোগ করা হয়নি
এইবার দেখে নেই যাদের ১ ইকামা শেষ ২য় বছরে পা রেখেছে-
বড় মোহাসাসা-
ইকামার ফি বা জাওয়াযাত ফি- ৬৫০ গুনন ২ =১৩০০
মক্তব আল আমেল বা মোগাবল মালী-
প্রতি মাসে ৮০০ গুনন- ১২ = ৯৬০০
পিছনের বছরের মক্তব আল আমেল আগের কফিলের উপর যাবে- তবে যতদিন পর্যন্ত এই সুযোগ থাকে।
ইন্সুরেন্স সম্ভবত- ৫০০ রিয়াল
ইকামার লেট ফি- ১০০০ রিয়াল ২য় বার হওয়ার কারনে।
কাফালার ফি- ২০০০ রিয়াল প্রথম বার,১ এর বেশি হলে- ২০০০ করে বাড়বে।
কথিত কফিল মাসিক টাকা উল্ল্যেখ করি নাই।
মোট খরচ ১৪৪০০ রিয়াল।
২ বছর ইকামার মেয়াদ নাই ৩ বছর চলমান তাহলে কত আসবে-
খরচ একই-
হিসাবটা দেখে নিন-
পিছনের ২ বছরের মোগাবল মালী পিছনের কফিল বহন করবে-
আপনার শুধু- চলমান বছরের টাকা ও জরিমানা,জাওয়াযাত ফি ও কাফালার টাকা যোগ করতে হবে।
চলমান বছরের মক্তব আল আমেল ৯৬০০ রিয়াল।
৩ বছরের জাওয়াযাত ফি ৬৫০ গুনন ৩=১৯৫০ রিয়াল।
ইন্সুরেন্স ফি সম্ভবত ৫০০ রিয়াল।
কাফালা ফি ১ বারের জন্য ২০০০ রিয়াল।
জরিমানা বা ইকামার লেট ফি ১০০০ রিয়াল।
মোট খরচ- ১৫০৫০ রিয়াল।
এর বেশি হলে শুধু ৬৫০ রিয়াল করে খরচ বাড়বে,হিসাবটা এমন হবে আপনার মক্তব আল আমেল চলমান বছরের থাকবে,পিছনের জাওয়াযাত ফি ৬৫০ রিয়াল করে বাড়িয়ে হিসেব করতে হবে।