পাসপোর্ট হারিয়ে গেলে কি করতে হবে?

passport

প্রশ্ন- পাসপোর্ট হারিয়ে গেলে কি করতে হবে?

উত্তর:- পাসপোর্ট হারালে অবশ্যই আপনি আরেকটা নতুন পাসপোর্ট বানানোর অধিকার রাখেন তবে কিছু নিয়ম মেনে।
🚫খেয়াল রাখবেন ই-পাসপোর্ট হারালে নতুন করে বানানোর সুযোগ আপাতত নেই।

হারানো পাসপোর্ট বানানোর জন্য রিয়াদ ও জেদ্দার জন্য আলাদা আলাদা নিয়ম।


✅জেদ্দা থেকে বানাতে চাইলে অবশ্যই লোকাল পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দিতে হয়।
হারানো বিজ্ঞপ্তি আপনি যেকোন অফিসের মাধ্যমে দিতে পারবেন
তবে সহজ মাধ্যম হলো কন্সুলেটের পাশের অফিসগুলোর মাধ্যমে করা।

তারা খরচ ১০০ থেকে ১২০ রিয়ালের মধ্যেই সব কাগজ রেডি করে দিবে।
পরের ধাপ-
বিজ্ঞপ্তি কাট পিছ ও পাসপোর্ট বানানোর ফরম সহ কন্সুলেটে গিয়ে নতুন পাসপোর্ট আবেদন করতে হবে।

এতে পাসপোর্ট হাতে আসতে ৬০ থেকে ৯০ দিন পর্যন্ত সময় লাগতে পারে।



✅রিয়াদ- প্রবাসী সেবা কেন্দ্র থেকে বানাতে হলে-
প্রয়োজন হবে একটা জাওয়াযাত প্রিন্ট যেখানে আপনার পাসপোর্ট নাম্বার লেখা থাকবে।
জাওয়াযাত প্রিন্ট নিয়ে যেকোনো সেবা কেন্দ্রে গেলেই নতুন পাসপোর্ট আবেদন করতে পারবেন।
অথবা চাইলে আপনি সরাসরি রিয়াদ দূতাবাসেও যোগাযোগ করতে পারেন হারানো পাসপোর্ট আবেদন করার জন্য।
যা আপনার জন্য সহজ ও ঝামেলাহীন হয়,তবে খেয়াল রাখবেন পাসপোর্ট অবশ্যই নিজেই আবেদন করবেন।

Bin Mishal Reporter

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال