আবারো সৌদি আরবে বাংলাদেশি আটক চুরির অপরাধে
আসসালামু আলাইকুম ।আশা করি আপনারা ভালো আছেন।
গতকাল আরো এক বাংলাদেশী ভাইকে আটক করা হয়েছে তার চুরির অপরাধে। আপনারা সবাই জানেন লোকজনবিভিন্ন জায়গা থেকে তার সংগ্রহ করে তা বিক্রি করে থাকে। এসব তার অনেক সময় রাস্তাঘাটে পড়ে থাকে বা নতুন ভবন নির্মাণ করার সময় ভবনের ভিতর পড়ে থাকে। কিন্তু কিছু মানুষ এসব তার এর প্রতি লোভী হয়ে বিভিন্ন কৌশলে এসব তার সংগ্রহ করে। আর যদি কোন সময় এসব তার কোন সৌদি আপনার হাতে দেখে থাকে তা সন্দেহের চোখে দেখে আর প্রশাসনিক লোকজন দেখে থাকলে চুরি করছে বলে আটক করে ফেলে। এটা অত্যন্ত লজ্জাজন।
তাই সবার কাছে অনুরোধ এই লজ্জা জনক কাজ থেকে নিজেকে দূরে রাখুন এবং নিজেকে নিরাপদে রাখুন।
ভালো থাকবেন।
Saudi News Source
Essa Reporter