সাবধান হোন।রি- ইসু পাসপোর্ট না থাকলে এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হবে।

 

সাবধান হোন।রি- ইসু পাসপোর্ট না থাকলে এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হবে।

সাবধান হোন।রি- ইসু পাসপোর্ট না থাকলে এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হবে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমরা অনেকেই জরুরী ক্ষেত্রে MRP  বা ডিজিটাল পাসপোর্টে ১ বছরের হাতের লেখা নাবায়ন করে দেশে যাই। কিন্তু আবার ওই একই পাসপোর্ট দিয়ে ফিরে আসার সময় এয়ারপোর্ট ইমিগ্রেশনে আটকে যায়। কারণ দূতাবাস বা জেদ্দা কনসুলেট আগেই বলেছে যে, হাতের লেখা নবায়ন দিয়ে দেশে যাওয়া যাবে কিন্তু দেশে গিয়ে নতুন পাসপোর্ট তৈরি করে বা নবায়ন করে ফিরে আসার সময় ওই নতুন পাসপোর্ট দিয়ে ইমিগ্রেশন করতে হবে।
অনেক প্রবাসী ভাইয়েরা  পাসপোর্ট নবায়ন করে ওই নতুন পাসপোর্ট পাওয়ার পরে মালুমাত না করে হাতে রেখে দে। আপনি যতক্ষণ না পর্যন্ত পাসপোর্ট মালুমত না করবেন সৌদি আরবের জাওয়াযাত সিস্টেমে আপনার কোন ইনফরমেশন থাকবে না।

আপনাদের কাছে অনুরোধ নতুন পাসপোর্ট পাওয়ার পরে আপনারা দেশে যান বা জরুরী ক্ষেত্রে ১ বছর নাবায়ন করে দেশে গেলে ঐখান থেকে ফিরে আসার সময় নতুন পাসপোর্ট নিয়ে ফিরবেন। কিন্তু দেশে বর্তমানে  ই- পাসপোর্ট বানাতে গেলে প্রয়োজন হয় ফিঙ্গারপ্রিন্ট এবং ভোটার কার্ড। সবচেয়ে ভালো  আপনি যেখানে আছেন পাশ্ববর্তী দূতাবাস বা কনসুলেটের মাধ্যমে পাসপোর্ট নবায়ন করে  ওই পাসপোর্ট পাওয়ার পর  মালুমাত করে দেশে যান।
ভালো থাকবেন।

Essa Reporter
সাবধান হোন।রি- ইসু পাসপোর্ট না থাকলে এয়ারপোর্ট থেকে ফিরে যেতে হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال