হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন মহামান্য রাষ্ট্রপতি। ০২/০৭/২০২৩

 হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন মহামান্য রাষ্ট্রপতি।

হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন মহামান্য রাষ্ট্রপতি। 


পবিত্র হজ পালনের পর মাদিনায়  মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি ও তাঁর সহধর্মিনী ডঃ রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভি আই পি  ফ্লাইট স্থানীয় সময়  বিকেল ৪ টায়  মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ  আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মদিনার ডেপুটি  গভর্নর  ওহায়েব আল শেহলি (Uhayeb Al-Sehli) মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আলী বারী (Ibrahim Al-Barri ) এবং সৌদি আরবে  বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোঃ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে গত রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি।

সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসেবে  হজ্জ পালন করেন রাষ্ট্রপতি ।
পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে  ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।

Embassy of Bangladesh Riyadh
President.Md.Sahabuddin








একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال