বিমান যাত্রীদের ৩০ টি জিনিস হাত লাগেজ ও বুকিং লাগেজে নিষিদ্ধ।

বিমান যাত্রীদের ৩০ টি জিনিস হাত লাগেজ ও বুকিং লাগেজে নিষিদ্ধ।

বিমান যাত্রীদের ৩০ টি জিনিস হাত লাগেজ ও বুকিং লাগেজে নিষিদ্ধ।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।

সৌদি সিভিল এভিয়েশন বিমান যাত্রীদের ১৬ টি জিনিস হাত লাগেজে এবং ১৪ টি জিনিস বুকিং লাগেজে নিষিদ্ধ করেছেন।  


হাত লাগেজে  নিষিদ্ধ জিনিসগুলো হচ্ছে : ছুরি, সংকুচিত গ্যাস, বিষাক্ত তরল, ব্লেড, বেচবল ব্যাট, বৈদ্যুতিক স্কেটবোর্ড, বিস্ফোরক, ক্রেকার, আগ্নেয়াস্ত্র, চৌম্বকীয় পদার্থ, তেজস্ক্রিয় বা ক্ষয়কারী  উপাদান, নেলকাটার, কাঁচি এবং চাপাতি ও যে কোন বিপজ্জনক সরঞ্জাম।


বিমান যাত্রীদের ৩০ টি জিনিস হাত লাগেজ ও বুকিং লাগেজে নিষিদ্ধ।

আর বুকিং লাগেজে নিষিদ্ধ জিনিস গুলো হল:

জৈব পারক্সাইড, তেজস্ক্রিয় পদার্থ, বৈদ্যুতিক শক ডিভাইস, নিষ্ক্রিয় করার ডিভাইস, তরল অক্সিজেন ডিভাইস, সংক্রামক জৈবিক উপকরণ, ম্যাচ লাইটার, বিস্ফোরক , দাহ্য তরল, সংকুচিত তরল, অস্ত্র সদৃশ বস্তু, চৌম্বকীয় উপকরণ এবং দ্রাবক পণ্য।


বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে যে, বিমানে কোন পণ্য বহন করা যাবে আর কোন পণ্য বহন করা যাবে না সেই সম্পর্কে বিস্তারিত জানতে নিজ নিজ এয়ারলাইন্সের সাথে আগে থেকে যোগাযোগ করুন।


ধন্যবাদ ,ভালো থাকবেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال