সৌদি আরবে ৮ টি পেশার ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ।

 সৌদিতে ৮ পেশার ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ।

সৌদি আরবে ৮ টি পেশার ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ।


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। 

গত বছর ৩০ মে, ২০২২ এ মানব সম্পদ মন্ত্রণালয় 'সৌদি গ্যাজেট' মাধ্যমে জানিয়েছিল যে, নির্দিষ্ট ৮ টি পেশার ভিসা আর বাহির হবে না এবং যারা  এই ৮ টি পেশায় আছে তাদের কোন অনুমতি লাগবে না ।   

সৌদি সরকার যখন মনে করবে এই  পেশা পরিবর্তন করা জরুরী  তখন জাওয়াযাত থেকে মেসেজ পাঠাবে যে, আপনার পেশা পরিবর্তন হয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ পেশা হচ্ছে আমেল এবং আমেল আদি। এই পেশাদারীদের কাছেও পেশার পরিবর্তন হয়ে মেসেজ আসছে ‌। 

সৌদি আরবে বর্তমানে নতুন করে আমেল এবং আমেল আদি ভিসায়  কেউ আসতে পারবে না এবং অন্য পেশা থেকে এই দুটি পেশায় যেতেও পারবে না। জাওয়াযাত জানাচ্ছে যে, আমেল এবং আমেল আদি পেশাদারীদের যাদের অটোমেটিক মেসেজ  আসছে পেশা পরিবর্তন হয়ে তাদের কোনো ফি লাগবে না । 

আপনারা চাইলে কিন্তু আমেল  বা আমেল আদি থেকে আমেল ওয়ারশা, আমেল তাহমিল তানজিল ইত্যাদি হতে পারবেন, কিন্তু আমেল মঞ্জিল , ড্রাইভার, হারেছ ইত্যাদি হতে পারবেন না । 

সৌদিতে ৮ পেশার ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ।


যে ৮ টি পেশার ভিসা বন্ধ বা পেশা পরিবর্তন হবে না তা হল:
  • ১. আমেল 
  • ২.আমেল আদি
  • ৩ . মনিটরিং 
  • ৪. বিশেষজ্ঞ
  • ৫ . প্রকৌশলী
  • ৬. টেকনিশিয়ান
  • ৭. বিশেষ বিশেষজ্ঞ 
  • ৮. ডাক্তার 

তাই প্রবাসী ভাইয়েরা নিজে জেনে  রাখুন এবং অন্যকে সতর্ক করুন‌ ।

Essa
Saudi Gazette
সৌদিতে ৮ পেশার ভিসা ও পেশা পরিবর্তন বন্ধ।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال