যে নিয়মে দেশে গেলে আবার আসতে পারবেন আর যারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।
বর্তমান সময়ে অনেক প্রবাসী ভাইয়েরা বৈধ হচ্ছেন , আর যারা বৈধ হতে পারছেন না তারা চেষ্টা করুন বৈধ হওয়ার কেননা, দেশে গেলে যেন আবার আসতে পারেন।
যে নিয়মে দেশে গেলে আবার আসতে পারবেন" যারা নিষিদ্ধ অনির্দিষ্টকালের জন্য
দেশে গেলে কারা কারা আসতে পারবেন যেমন:
১. যাদেরকে কফিলেরা ইকামার মেয়াদ থাকা অবস্থায় ফাইনাল এক্সিট দিচ্ছে এবং সময় মত দেশে ফিরে যাচ্ছেন, যে কোন সময় আবার আসতে পারবেন।
২ . যারা দূতাবাস বা মক্তব আমেলের সাহায্যে স্পেশাল এক্সিট লাগিয়ে সময় মত দেশে ফিরে গেছেন তারা পুনরায় আসতে পারবেন। কারণ আপনার ইকামা হয়নি আর এই অপরাধ আপনার না বরং আপনার কফিলের অপরাধ।
৩. যারা ৬ মাসের জন্য ছুটিতে গেছেন কিন্তু ৬ মাস পরে আর আসেননি তারা চাইলে ঠিক ৩ বছর পরে পুনরায় নতুন করে সৌদি আরবে আসতে পারবেন। এই ৩ বছরের মধ্যে আসতে চাইলে পুরাতন কফিলের কাছেই আসতে হবে।
যে নিয়মে দেশে গেলে আবার আসতে পারবেন আর যারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ।
যারা যারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ:
১. যারা হুরুব প্রাপ্ত হয়ে দেশে যাচ্ছেন, তারা চাইলে পুনরায় আসতে পারবেন না। আগে যারা গেছেন তারা অনেকেই ৩ বছর বা ৫ বছর পরে আসছেন কিন্তু বর্তমানে যারা হুরূব প্রাপ্ত হয়ে যাচ্ছেন, তারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হচ্ছে। যারা আসতে চাচ্ছেন তারা দয়া করে এয়ারপোর্ট থেকে প্রিন্ট তুলে যাচাই করে আসবেন নতুবা সৌদি আরব এয়ারপোর্ট থেকে ফেরত পাঠাবে।
২. যারা ধরা দিয়ে যাচ্ছেন বা পুলিশ বিভিন্ন জায়গা থেকে আটক করে দেশে পাঠাচ্ছে তারা আসতে পারবেন না। কারণ পুলিশ যখন ধরে তখন কোন না কোন মামলা দিয়ে আপনাকে দেশে পাঠাচ্ছে।
৩. যারা ওমরাহর লোক, গলাকাটা পাসপোর্ট দিয়ে বৈধ হয়েছেন এবং যারা রিয়াদের ইকামা বানিয়ে বৈধ হয়েছেন তারা দেশে গেলে বা ধরা খেয়ে দেশে চলে গেলে পুনরায় আসতে পারবেন না।
কতদিন আসতে পারবেন না তা কোন সুনির্দিষ্ট নেই।
প্রবাসী ভাইয়েরা সাবধান থাকবেন।
ধন্যবাদ।