যদি পুলিশ আটক করলে আপনার সাথে কি হবে জানুন

সৌদি পুলিশ আটক করলে আপনার সাথে কি কি হবে জানেন কি?

যদি পুলিশ আটক করলে আপনার সাথে কি হবে জানুন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন।

 

২/৩  বছর আগে অর্থাৎ করোনার আগে যাদের ইকামার মেয়াদ না  থাকতো বা ইকামা না হয়ে থাকতো তাদেরকে পুলিশ ধরলে সফর জেলে নিয়ে দেশে পাঠিয়ে দিত। 

করোনাকালীন সময় ইকামার  চেক একেবারেই হয় নাই বললে চলে। করোনা পরবর্তীকালীন সময়ে পুলিশ ইকামা চেক করলেও বেশিরভাগ লোকজনকে ছেড়ে দিচ্ছে আর অল্প সংখ্যক লোক আটক করে নিয়ে যাচ্ছে। আর বিশেষ করে তারাই আটক হচ্ছে যারা মক্তব আমলের অভিযানে ধরা পড়ছে, বা  অন্য কোন অভিযান বা ফুটপাতে  রাস্তার পাশে জিনিসপত্র বিক্রয়ের সময় বা ইশারায় পানি বিক্রির সময় ইত্যাদি। 

সৌদি পুলিশ আটক করলে আপনার সাথে কি কি হবে জানেন কি?

অনেক প্রবাসী ভাইয়েরা দেশে চলে যাওয়ার জন্য ধরা দিচ্ছে, পুলিশ আটক করে  জেলে নিয়ে গিয়ে ইকামা চেক করে মেয়াদ না থাকলে ছেড়ে দিচ্ছে। আবার অনেক ক্ষেত্রে দুই হাতের আঙ্গুলের চাপ নিয়ে ছেড়ে দিচ্ছে। যদি এরকম আঙুলের চাপ নিয়ে ছেড়ে দেয় তাহলে বুঝে নেবেন আপনার ১০১৫ রিয়াল জরিমানা আসছে। 


এই নিয়মটা কিন্তু কয়েক বছর আগে থেকেই শুরু করেছে। কিন্তু সৌদি সরকার সবার ক্ষেত্রে এটা করেনা।


ধন্যবাদ ,ভালো থাকবেন।

Essa - Mishal

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال