দেশে ছুটিতে যাওয়ার ক্ষেত্রে ছুটির পেপার নিয়ে কিছু কথা।
আমরা যখন ছুটিতে যাই তখন আমাদের কফিল বা কোম্পানি টিকেটের সাথে ছুটির পেপার দে।
এই ছুটির পেপার টি 'আবসির' এ পাওয়া যায় বা Muqeem Visa Validity লিংকে গিয়ে পাসপোর্ট নাম্বার বা ভিসা নাম্বার দিলে ছুটির পেপার দেখাবে এবং আপনি প্রিন্ট নিতে পারবেন। জরুরি বিষয় হচ্ছে আপনি যখন দেশ থেকে সৌদি আরবে ফিরে আসার জন্য এয়ারপোর্টে আসবেন তখন এই ছুটির পেপার প্রবাসী কল্যাণ কাউন্টার থেকে ভেরিফাই বা যাচাই করে সিল মেরে নিয়ে আসতে হবে ।
Muqeem
এই ছুটির পেপারে যদি 'VERIFIED ' না লিখা থাকে তাহলে আপনি যেই এয়ারলাইন্সে সৌদি আরব আসতেছেন তারা আপনার লাগেজ বুকিং করবে না এবং আপনার ইমিগ্রেশন ও কমপ্লিট হবে না। এই বিষয় নিয়ে বাংলাদেশ এয়ারপোর্টে প্রতিনিয়ত মানুষ হয়রানীর সম্মুখীন হয়। তাই প্রবাসী ভাইয়েরা সঠিক সময়ে এয়ারপোর্টে গিয়ে জরুরী কাজ সম্পন্ন করে ইমিগ্রেশন সম্পন্ন করে ফ্লাইটে বসবেন।
ধন্যবাদ, ভালো থাকবেন।