সৌদি মরুর গাড়ির ইন্সুরেন্স না থাকলে জরিমানা বাস্তবায়ন শুরু করেছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। রবিবার ১, অক্টোবর ২০২৩ থেকে সৌদি মরুর গাড়ির ইন্সুরেন্স না থাকলে জরিমানার বাস্তবায়ন শুরু করেছে। সৌদি ট্রাফিক সংস্থা জানিয়েছে যে, এটি সৌদি আরবের সমস্ত রাস্তায় প্রত্যেক গাড়ি সরাসরি পর্যবেক্ষণ করা হবে এবং গভর্নরেট গুলিতে প্রয়োগ করা হবে। গাড়ির ইন্সুরেন্স না থাকলে প্রতি ১৫ দিনে একবার ইলেকট্রনিকভাবে জরিমানা পর্যবেক্ষণ করা হবে। গাড়ির বীমার বৈধতা সম্পর্কে জানার জন্য আবসিরে গিয়ে লগইন করে খুব সহজেই প্রয়োজনীয় তথ্য জানা যাই । গাড়ির ইন্সুরেন্স না থাকলে সর্বনিম্ন জরিমানা ১০০ রিয়াল আর সর্বোচ্চ ১৫০ রিয়াল।
সৌদি ট্রাফিক সংস্থা সৌদি নাগরিক এবং প্রবাসী উভয় যানবাহন চালকদের ট্রাফিক আইন নির্দেশাবলী মেনে চলার পাশাপাশি গাড়ির ইন্সুরেন্সের বৈধতা নিশ্চিত সম্পর্কে সতর্ক করেছে যাতে দুর্ঘটনার সময় উভয় পক্ষের অধিকার সুরক্ষিত থাকে।
ধন্যবাদ ,ভালো থাকবেন ।
Saudi News source'
Essa
Tags
car insurance
Insurance
moroor
mrorr
Saudi expatriates
Saudi Police
Saudi_government
Saudi.News
traffic