বাংলাদেশীদের জন্য বড় সুবিধা চালু করেছে সৌদি আরব।

বাংলাদেশীদের জন্য বড় সুখবর" সৌদির বিজনেস মাল্টিপল ভিসা আবারো চালু হয়েছে।

বাংলাদেশীদের জন্য বড় সুবিধা চালু করেছে সৌদি আরব।

বাংলাদেশীদের জন্য বড় সুখবর" সৌদির বিজনেস মাল্টিপল ভিসা আবারো চালু হয়েছে।



Bin Mishal

এখানে কফিলের বিভিন্ন রকম সমস্যা,বালাগ হুরূপ,ইকামা এবং ভিসা সম্পর্কিত বিভিন্ন সমস্যার প্রশ্নের উত্তর দেয়া হয়

প্রবাসী ভাই-বোনেরা যারা সৌদি আরবে থাকেন, তাদের সেবায় নিয়োজিত থাকার উদ্দেশ্যে এই ওয়েবসাইটটি খোলা হয়। এই ওয়েবসাইটে বিশেষ করে  নিম্নলিখিত যেকোনো সমস্যার সমাধানে প্রশ্নের উত্তর দিয়ে সহযোগিতা  করা হয়। যেমন:

  • ১.কফিল নিয়ে সমস্যা ,বালাগ হুরূপ নিয়ে সমস্যা এবং কফিল যদি পাসপোর্ট না দিয়ে থাকে।
  • ২. খুরুজ আওদা বা ছুটিতে আসা-যাওয়া এবং ফাইনাল এক্সিট বা খুরুজ নেহাঈর কোন সমস্যা থাকলে ‌।
  • ৩. তানাজুল বা নকল কাফাল, কিওয়া  প্ল্যাটফর্ম বা আবসির (Absher) জনিত  কোন সমস্যা।
  • ৪. ড্রাইভিং লাইসেন্স জনিত কোন সেবা বা গাড়ির ইস্তেমারা (রেজিস্ট্রেশন কার্ড) সংক্রান্ত সেবা।
  • ৫. মরুর বা ট্রাফিক পুলিশের নিয়ম-কানুন এবং জরিমানা সংক্রান্ত তথ্য।
  • ৬. জীবন বীমা, বালাগ হুরূপ, কোম্পানি বা প্রতিষ্ঠানের স্ক্রিন লাল নাকি সবুজ এসব ব্যাপারে সহযোগিতা করা।
  • ৭. এছাড়া সৌদি আরবের আইন কানুনের ব্যাপারে সকলকে সহযোগিতা করা।

অতএব, আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রবাসী বাঙালি ভাইদের বিভিন্নভাবে সহযোগিতা করা।

যাতে করে কোন বিপদের সম্মুখীন না হয় এবং নিজেকে নিরাপদে রাখে এবং সুস্থ থাকে।

সৌদি আরবে কফিলের সাথে কোন ঝামেলা হলে,আকামা জনিত যেকোন পরামর্শ,হুরুব আছে কিনা চেক করে দেই 

সতর্কবাণী: 

আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনাদের সমস্যাগুলো কমেন্টে লিখে পাঠান  যাতে করে আমরা সঠিকভাবে আপনাদের সহযোগিতা করতে পারি।

আমরা ২৪ ঘন্টা আপনাদের সেবাই নিয়োজিত।  

আমরা যদি আপনাদের প্রশ্নের  সঠিক উত্তর দিতে না পারি বা অবস্থার প্রেক্ষাপটে সহযোগিতা করতে না পারি তাহলে উপযুক্ত  কর্তৃপক্ষকে আপনাদের সমস্যা উপস্থাপন করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব ‌।

ইকামা চেক করুন




5 Comments

  1. আমি পাসপোর্ট আর আকামা জমা দিচ্ছি এখনো ফাইনাল এক্সজিট লাগে নাই

    ReplyDelete
  2. 2526490764 প্লিজ স্যার চেক

    ReplyDelete
    Replies
    1. MD JUBAYER - HOSSAIN
      আপনার আকামায় হুরুব নাই।

      Delete
  3. MD SUJAN MIAH
    2470664489
    আপনার আকামায় হুরুব নাই।

    ReplyDelete
Previous Post Next Post

نموذج الاتصال