বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত

পূর্বাঞ্চল মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় এর শাখা প্রধানের সাথে দূতাবাসের মিশন উপ প্রধানের বৈঠক

 পূর্বাঞ্চল মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় এর শাখা প্রধানের সাথে দূতাবাসের মিশন উপ প্রধানের বৈঠক

বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত

রিয়াদস্থ বাংলাদেশ দুতাবাসের মিশন উপপ্রধান মোঃ আবুল হাসান মৃধা সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় এর পূর্বাঞ্চল শাখার ডাইরেক্টর জেনারেল আব্দুর রহমান ফাহাদ আল মুকবেল এবং এসিস্ট্যান্ট ডাইরেক্টর জেনারেল মোহাম্মদ আল আতরাশ  এর সাথে গত রোববার বৈঠক করেন। এসময় তিনি পুর্বাঞ্চলে অবস্থানরত বাংলাদেশী শ্রমিকদের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য মন্ত্রনালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। দুতাবাসের অনুরোধে সৌদি কর্তৃপক্ষ জানায় যে  স্থানীয় লেবার অফিস এবং বাংলাদেশ দূতাবাস যৌথভাবে প্রতি মাসে বিভিন্ন শ্রমিক ক্যাম্পে বাংলাদেশী শ্রমীকদের কল্যাণে বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচী বাস্তবায়নের ব্যবস্থা করবে। 

উক্ত প্রশিক্ষণ ওয়ার্কশপে শ্রম আইন বাস্তবায়ণকারী কর্মকর্তা এবং দূতাবাস প্রতিনিধি উপস্থিত থাকবেন। 

যেহেতু এসব প্রশিক্ষণ কার্যক্রম কর্মীর কর্মস্থলে হবে তাই এ ধরণের প্রশিক্ষণ বাস্তবায়িত হলে কর্মীগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন হতে পারবে এবং নিয়োগকর্তাগণও তাদের কর্তব্য পালণে সচেষ্ট থাকবে। 

এছাড়াও যে সকল কর্মী “সাসপেন্ডেড ফ্রম ওয়ার্ক” “মালগি রুখসা আমল” “টার্মিনেটেড ফ্রম ওয়ার্ক” স্ট্যাটাসে আছেন তারা যাতে জেল জরিমানা ছাড়া সৌদি আরব ত্যাগ করতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দূতাবাসের সুপারিশের প্রেক্ষিতে দ্রুত ফাইনাল এক্সিট ভিসার ব্যবস্থা করা হবে মর্মে আশ্বস্ত করা হয়। 

পূর্বাঞ্চলের দাম্মাম শহরে অনুষ্ঠিত এই বৈঠকে দূতাবাসের শ্রমকল্যাণ উইং এর প্রথম সচিব (স্থানীয়) মোহাম্মদ মহসিন আল ফারুক উপস্থিত ছিলেন।

Embassy of Bangladesh Riyadh


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال