সৌদি আরবে বৈধ উপায়ে একসাথে ২ টা চাকরি করার সুযোগ পাবে ?
সৌদিতে সত্যিই কি প্রবাসীরা ১ সাথে ২ ট চাকরি করতে পারবে" পারলে কোন শর্তে?
১ টা চাকরি পাওয়া কষ্টকর!
আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। কয়েকদিন ধরে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমে একটা খবর প্রকাশিত হচ্ছে যে, প্রবাসীরা সৌদি আরবে বৈধ উপায়ে একসাথে ২টা চাকরি করার সুযোগ পাবো।
কথাটি সত্য কিন্তু কবে থেকে শুরু হচ্ছে তার কোন নির্ধারিত সময় উল্লেখ করে নাই এখনও পর্যন্ত। আমরা যারা সাধারণত প্রাইভেট সেক্টরে কাজ করে তাদের জন্য এই সুযোগ । সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় সৌদি নাগরিককে একসাথে ২টা চাকরি করার সুযোগ ২ বছর আগেই দিয়েছে। আর এখন আমরা প্রবাসীদের জন্য এই সুযোগ শুরু হবে ইনশাল্লাহ। আমরা সবাই জানি কোন কর্মচারী তার কফিলের কাজ না করে বাইরে অন্য কোন জায়গায় বৈধভাবে কাজ করতে চাইলে 'আল আজির' মাধ্যমে চুক্তি করে কাজ করতে হয়।
ধন্যবাদ, ভালো থাকবেন।
Essa