টার্মিনেট করলে কারা কাফালা হতে পারবে?যারা পারবে না?

টার্মিনেট করলে কারা কাফালা হতে পারবে?যারা পারবে না?
 

টার্মিনেট করলে কারা কাফালা হতে পারবে?যারা পারবে না?

টার্মিনেট করলে কিভাবে বুঝবেন?

যখনি কোন কর্মীকে কফিল বা কোম্পানি চুক্তি টার্মিনেট করে তখনি সাথে সাথে কর্মীকে qiwa থেকে ম্যাসেজের মাধ্যমে নিশ্চিত করা হয়।

কর্মীর কাছে তখনি ম্যাসেজ আসে যখন কর্মীর qiwa একাউন্ট খোলা ক্রিয়েট করা থাকতে হবে।

কর্মীকে টার্মিনেট করলে ম্যাসেজের মধ্যে কর্মীর ইকামা নাম্বারে লাস্ট ৫ সংখ্যা ও টার্মিনেটের দিন তারিখ উল্লেখ করা থাকে।

সাথে সময় বেধে দেয় ৬০ দিন বলা হয় কর্মীকে অবশ্যই ৬০ দিনের মধ্যেই হয় কাফালা হয়ে অন্যত্র চলে যেতে অথবা সময়ের মধ্যে দেশে চলে যেতে হবে।

মনে করেন আপনার কফিল টার্মিনেট করেছে,আপনাকে অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে ৬০ দিন শেষ হওয়ার আগে,দেশে যাবেন নাকি এখানেই কাফালা হবেন।

৬০ দিন শেষ হওয়ার পর দিন থেকেই আপনি নতুন হুরুবপ্রাপ্ত ঘোষিত হবেন।

টার্মিনেট করলে কারা কাফালা হতে পারবে?যারা পারবে না?

যারা সৌদি আসার ১৫ মাসের পর কফিল টার্মিনেট করেছে,সৌদি আসার ১৫ মাসের মধ্যে যদি টার্মিনেট করলে কাফালার কোন সুযোগ নাই শুধু দেশে যাওয়া যাবে তাও ৬০ দিনের মধ্যে চলে যাওয়া নিয়ম।

১৫ মাসের পর যাদের টার্মিনেট করে তারা চাইলে কাফালা হতে পারে।

নিয়ম হলো টার্মিনেট করার ঠিক ৬০ দিনের মধ্যেই নতুন নিয়োগকর্তার কাছ থেকে তলব পাঠাতে হবে।

তলবের ঠিক ১৪ দিনের মধ্যে টাকা পয়সা ঢেলে কাফালা হয়ে গেলেই টার্মিনেট কেটে যাবে এবং নতুন কফিলের সাথে চুক্তিবদ্ধ হয়ে যাবেন।

টার্মিনেট করার পর দেশে কিভাবে যেতে হয়?

কাউকে টার্মিনেট করার ৬০ দিনের মধ্যে দেশে চলে যেতে হয় তবে তাকে এক্সিট আবেদন কর‍তে হয়।

এক্সিট আবেদন করার প্রথম নিয়ম- সরাসরি মক্তন আল আমেল থেকে আবেদনের মাধ্যমে সরাসরি।

২- সরাসরি নিজের আবশির থেকে।

এক্সিট আসার ৬০ দিনের মধ্যে কেউ চলে যায় তবে সে বৈধভাবে যাচ্ছে।

৬০ দিনের মধ্যে দেশে চলে গেলে আশাকরি আবার নতুন ভিসায় আসা যাবে।

কেউ ৬০ দিনের মধ্যে কাফালা বা দেশে না যায়?

তবে সে ব্যাক্তি অবৈধ হুরুবপ্রাপ্ত ঘোষিত হয়,আর অবৈধ হওয়ার পর বর্তমানে কাফালা হওয়া যায় না।

এক্ষেত্রে অবৈধভাবে সৌদিতে বসবাস করতে হবে।

ভালো থাকুক সকল প্রবাসী।

বিন মিশাল


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال