ইকামা টার্মিনেট করলে কি করবেন? ৬০ দিনের মধ্যে যারা কাফালা হতে পারবে?
ইকামা টার্মিনেট করলে কি করবেন?
টার্মিনেট করার সাথে সাথে কর্মীর কাছে ম্যাসেজ চলে আসে যদি কর্মী QIWA একাউন্ট থাকে।
টার্মিনেট করার পর কর্মী মাত্র ৬০ দিন সময় পায় সিদ্ধান্ত নেওয়ার।
৬০ দিনের মধ্যে কর্মীকে হয় ফাইনাল এক্সিট নিয়ে দেশে যেতে হবে অন্যথায় সৌদিতে কাফালা হতে হবে।
৬০ দিন পার হয়ে গেলে কর্মী টার্মিনেট হুরুবপ্রাপ্ত ঘোষিত হয়,আর ৬০ দিন পর আর বৈধ হওয়া বা টার্মিনেট কাটার কোন সুযোগ থাকে না।
ইকামা টার্মিনেট করলে কি করবেন? ৬০ দিনের মধ্যে যারা কাফালা হতে পারবে?
৬০ দিনের মধ্যে যারা কাফালা হতে পারবে?
যারা সৌদিতে আসার ১৫ মাস পর কফিল টার্মিনেট করেছে তারা ৬০ দিনের মধ্যে কাফালার জন্য তলব দিলে ৯০ ভাগ লোকের কাফালা হয়ে টার্মিনেট কেটে যায়।
১৫ মাসের মধ্যে যদি কাউকে টার্মিনেট করে সে কর্মী কাফালা হতে পারে না,তবে ৬০ দিনের মধ্যে বৈধ এক্সিট নিয়ে দেশে যেতে পারলে আবার সৌদিতে নতুন ভিসায় আসা যাবে।
টার্মিনেট দেওয়ার পর যা করবেন?
- টার্মিনেট করার পর সরাসরি কফিলের সাথে যোগাযোগ করে রি-কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন।
- কফিলের সাথে সমঝোতা না হলে যদি সৌদি আসার ১৫ মাস পরে টার্মিনেট করে তবে কাফালার জন্য তলব দিবেন।
- অথবা দেশে যেতে চাইলে সরাসরি প্রথমে আবশির থেকে নিজের এক্সিট নিজে আবেদন করবেন,১০ দিন অপেক্ষার পর যদি এক্সিট না আসে তবে বিকল্পভাবে এক্সিট লাগানোর চেষ্টা করবেন।
- বিকল্প এক্সিট আবেদন সরাসরি মক্তব আল আমেল থেকে,যদিও মক্তব আল আমেল সবাইকে এক্সিট দিতে চায় না,কখনো কখনো গড়িমসি করে অথবা দূতাবাস কিংবা জাওয়াযাতে যাওয়ার কথা বলবে।
- যদি কোনভাবেই ৬০ দিনের মধ্যে এক্সিট আবেদন করতে ব্যার্থ হোন তবে অবৈধ হয়ে যাবেন।
- সবভাবে যদি ব্যার্থ হোন তবে শেষ চিকিৎসা হিসেবে কফিলকে বলবেন এক্সিট দেওয়ার জন্য।
- যদি সেটাও সম্ভব না হয় তবে সরাসরি মক্তব আল আমেলের অনুমতিপ্ত্র নিয়ে কফিলের নামে সাকুয়া তথা রিপোর্ট করবেন।
- আর যা কিছু করতে হবে সেটা অবশ্যই ৬০ দিনের মধ্যেই করতে হবে।
QIWA
বিন মিশাল রিয়াদ থেকে Source