নিউজ বাংলা,নামাজ পড়া নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ !

 


নামাজ পড়া নিয়ে পুলিশের সাথে সংঘর্ষ !

গতকাল(১৪ এপ্রিল) এশার নামাজের সময় এই ঘটনা ঘটে।

জানা যায় সরকারের কোভিড-১৯ নির্দেশনা অনুযায়ী ২০ জন মুসুল্লীর কোটা পূরণ হয়ে যাওয়ার পরেও সেখানে দলে দলে মুসুল্লীরা আসতে থাকেন।

এক পর্যায়ে মসজিদের দরজায় তালা লাগিয়ে দেয় মসজিদ কমিটি।

গোলযোগটি বাঁধে ঠিক তখনই।


তাঁরা তালা ভেঙ্গে মসজিদে প্রবেশ করতে থাকেন।

পরিস্থিতি সামাল দিতে সেখানে পুলিশ উপস্থিত হয়।

পুলিশ আসার পর তাঁরা পুলিশের সাথেও  সংঘর্ষে জড়ান। 

পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়েন।

এই ঘটনায় মোট ৫ জন পুলিশের হাতে আটক হন।



চান্দগাঁও থানার ইন্সপেক্টর রাজেশ বড়ুয়া গণমাধ্যমে উল্লেখ করেন যে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে মুসল্লি ও মসজিদ কমিটির মধ্যে সমস্যা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপরও হামলা করে।

এই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। পরে তাদেরকে থানা থেকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।



এছাড়া এখনো কয়েকজন আটক রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

source / dakghar24

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال