কুমিল্লার শহীদ যেভাবে বুর্জ খলিফায় ?!নিউস বাংলা



কুমিল্লার শহীদ দুবাইয়ের বুর্জ খলিফায়। দুবাই মিউনিসিপ্যালিটির “ইমার্জেন্সি পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে ২০০৬ সাল থেকে চাকুরিরত রয়েছেন শহীদ।




বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণ শুরুর পর তাকে আত্মসুরক্ষা ও জীবাণুমুক্তির কাজে ব্যবহার হওয়া রাসায়নিকের মিশ্রণ এবং প্রয়োগের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়।



 বিগত ২০২০ সালে আরব আমিরাতের কোভিড-১৯ লকডাউনের সময় মাস্ক, গ্লাভস, ফেইস শিল্ড, প্রটেক্টিভ স্যুটে সজ্জিত হয়ে কারফিউ চলাকালে কখনো হেভি ভেহিকলে, কখনো বাইকে, কখনো ড্রোন এর মাধ্যমে ডিজইনফ্যাকট্যান্ট ছিটাতেন শহিদ।


তাকে নিয়ে তাঁর পরিবারও বেশ চিন্তায় থাকতো যে তিনি কোভিড-১৯ আক্রান্ত হয়ে পড়েন কিনা।

তাঁর পরিবারের একমাত্র আয় যোগ্য সদস্য তিনিই, কাজেই তিনিই যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে তাঁর গোটা পরিবারই সমস্যায় পড়বে।

তবে শহীদ তাঁর দায়িত্ব সম্পর্কে জানতেন।

সেকারনেই কোভিড-১৯ এর সাথে লড়াই করে গিয়েছেন নিরন্তর।


শহীদের অজানা এক গল্প 
বিগত ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাতে এপ্রিল ও মে মাসে কোভিড-১৯ এর সংক্রমণ মারাত্মক হারে বৃদ্ধি পায়।

সে সময় আমিরাতের রাস্তায় ডিজইনফ্যাক্টেন্ট ছড়ানোর কাজ করতেন শহীদ।



একই সময় বাংলাদেশে কুমিল্লায় তাঁর স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা।

 কিন্তু  কাজের জন্য স্ত্রীর সাথে ঠিকমত যোগাযোগও রাখতে পারতেন না শহীদ।


শহীদ বলছিলেন, “আমি আগেই জানতাম যে গ্রামে আমার সন্তানের জন্মের সময়টা আমি মিস করব।

কিন্তু এখানে জীবাণুমুক্ত করাটাও ছিল খুব গুরুত্বপূর্ণ কাজ এবং আমার এখানে থাকা দরকার ছিল।

আমার পরিচালকরা আমাকে করোনার প্রকোপ থেকে রক্ষার জন্য গঠিত টাস্কফোর্সে কাজ করতে বললে মার্চ মাস থেকেই কাজে নেমে পড়ি।

কাজটা করতে অনেক সময় লাগতো এবং একটানা করতে হতো।

কিন্তু আমি এই জীবাণুমুক্তকরণ টিমে ফ্রন্টলাইনার হিসেবে কাজ করে সম্মানিত বোধ করি। আমাকে দুবাইয়ের দরকার ছিল, আর আমিও কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। “

সারাদিন কাজ আর সন্তানসম্ভবা স্ত্রীর জন্য দোয়া

যেদিন শহীদের স্ত্রীর প্রসববেদনা উঠলো, সন্তানের জন্ম হলো, সেদিন তিনি সারাদিন তার জন্য দোয়া করছিলেন।

রাতে নিজের থাকার জায়গায় ফিরে না আসা পর্যন্ত তিনি স্ত্রীর সাথে কথাও বলতে পারেননি।


শহীদের কাজের স্বীকৃতি : 
আমিরাতে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ভবন ‘বুর্জ আল খালিফা’র গায়ের ডিসপ্লে-তে ফুটে উঠেছে বাংলাদেশের কুমিল্লার বাসিন্দা মোশাররফ হোসেন শহীদের ছবি।

মহামারি করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণের মধ্যে সাহসী ভূমিকা রাখায় তাকে এ সম্মাননা জানানো হয়েছে ।
শহীদের সাথে আরো চারজনকে বিশেষ এই সম্মাননা জানানো হয়।

source news bangla dakghar24


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال