১ আগস্ট ২০২১ তারিখ থেকে ইমিউন না হলে সৌদি আরবে এ সকল প্রতিষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবে না

Picture of the Saudi Minister of Health


গতকাল সৌদি স্বরাস্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছে।


ঐ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১ অগাস্ট থেকে যদি সৌদি তাওয়াক্কালনা অ্যাপে কোন ব্যক্তিকে ইমিউন দেখা যায় তাহলেই কেবলমাত্র তিনি যাবতীয় নিষেধাজ্ঞার বাহিরে থাকবেন।





সৌদি স্বরাস্ট্র মন্ত্রণালয়ের  বিজ্ঞপ্তি মোতাবেক সৌদি আরবের সকল সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে আগামী ১ অগাস্ট থেকে।


এই প্রতিষ্ঠানসমূহ হতে পারে যে কোন আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক , বিনোদনমূলক বা ক্রীড়া বিষয়ক প্রতিষ্ঠান ( যেমন স্টেডিয়াম)।



১ আগস্ট ২০২১ তারিখ থেকে ইমিউন না হলে সৌদি আরবে এ সকল প্রতিষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবে না।


এছাড়া এ তালিকায় আছে যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং সকল সৌদি গণপরিবহন।


অর্থাৎ ১ আগস্ট ২০২১ তারিখের পর ইমিউন না হলে কেউ গণপরিবহণও ব্যবহার করতে পারবেন না।


উল্লেখ্য, সকল সৌদি নাগরিক ও প্রবাসীদের তাওয়াক্কালনা অ্যাপে ঢুকলেই তিনি ইমিউন কিংবা ইমিউন নন তা জানা যাবে।








যেভাবে ইউমিউনিটির মর্যাদা অর্জন করা যেতে পারে 

ইউমিউনিটির মর্যাদা অর্জন করা যেতে পারে একাধিক ভাবে।


১) যে ব্যাক্তি দুই ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি ইমিউন বলে বিবেচ্য হবেন।


২) ভ্যাকসিনের ১ম ডোজ গ্রহণের ১৮০ দিন পর্যন্ত ঐ ব্যাক্তিকে ইমিউন ধরা হবে।


৩) এছাড়া কেউ যদি কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ৬ মাস সুস্থভাবে পার করে দেয় তাহলে তাকে ইমিউন বলে বিবেচনা করা হবে।






এবং আপনার তাওয়াক্কালনা অ্যাপে আপনাকে ইমিউন প্রদর্শন করবে।


অন্যদিকে গতকাল(১৮ মে) আরো উল্লেখ করা হয়েছে যে, যারা ইতিমধ্যে করোনা ভ্যাকসিন এর দুটি ডোজই গ্রহণ করেছেন অথবা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন, শুধুমাত্র তারাই মক্কার গ্র্যান্ড মসজিদে উমরাহ ও ইবাদত এর জন্য প্রবেশ করতে পারবেন।


সৌদি আরবের হজ এবং উমরাহ মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।


উল্লেখ্য ব্যক্তিরা মক্কার গ্র্যান্ড মসজিদে উমরাহ হজ এবং ইবাদত এর জন্য অনুমতি পাবেন, ইতামারনা এবং তাওয়াক্কালনা এপ্লিকেশনের মাধ্যমে উমরাহ বা ইবাদত এর জন্য পারমিট এর আবেদন করতে হবে। ১ মাসের মধ্যে একজন ব্যক্তি কেবলমাত্র ১ বারই উমরাহ হজ এর পারমিট পাবেন।


উল্লেখ্য যে, যদি কেউ নকল পারমিট দিয়ে উমরাহ হজ বা ইবাদত এর উদ্দেশ্যে গ্র্যান্ড মসজিদে প্রবেশ করার চেষ্টা করেন অথবা মিথ্যা তথ্য প্রদান করে পারমিট গ্রহণ করেন, তাহলে অভিযুক্তকে বিশাল অংকের জরিমানা করা হবে।




সূত্র সৌদি খবর\

source news dakghar 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال