৩ হাজার রিয়ালের বেশী মূল্যের পণ্য বহনে প্রয়োজন কাস্টমস ডিক্লেয়ারেশন




Photo courtesy of Saudi Customs

 মধ্যপ্রাচ্যের জিসিসিভুক্ত দেশগুলোর জন্য এটি একটি সাধারন আইন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


 সৌদি কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, সৌদি আরব থেকে বাইরের দেশে ভ্রমণ করা বা বাইরের দেশ থেকে সৌদি আরবে প্রবেশ করা প্রত্যেককে ৩ হাজার রিয়ালের অধিক মূল্যের উপহার সম্পর্কে কাস্টমসকে জানাতে হবে।





 এছাড়াও সৌদি বা অন্য দেশে মুদ্রার ক্ষেত্রে ৬০ হাজার রিয়ালের অধিক মূল্যের মুদ্রা বা স্বর্ণদ্রব্য বহন করার সময় কাস্টমসকে অবগত করতে হবে। 



এছাড়াও যেকোন নিষিদ্ধ পণ্য যেমন সিগারেট এবং তামাকজাত পণ্য বহন করলে অবশ্যই কাস্টমস কর্তৃপক্ষকে জানাতে হবে।




যদি কেউ উল্লেখ্য পরিমাণ মূল্যের রিয়াল বা মুদ্রা বা পণ্য কাস্টমসকে না জানিয়ে সৌদি আরবে প্রবেশ করেন বা সৌদি আরব ছেড়ে যাবার চেষ্টা করেন, তবে মোট জব্দকৃত পণ্যের ২৫ শতাংশ জরিমানা ধার্য করা হবে।


 যদি একই অপরাধে দ্বিতীয়বার অভিযুক্ত হয়, তবে ভ্রমণকারীর থেকে জব্দকৃত পণ্যের ৫০% জরিমানা হিসেবে ধার্য করা হবে।




যদি কাস্টমস কর্তৃপক্ষ সন্দেহ করে যে বহন করা মুদ্রা বা মূল্যবান পণ্য কোনপ্রকার চোরাচালন বা অপরাধ এর সাথে যুক্ত, তবে তা সম্পূর্নভাবে জব্দ করে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে প্রেরণ করা হবে।









ভ্রমণের পূর্বে অনলাইনে সৌদি আরবের কাস্টমস কর্তৃপক্ষের কাছে নিজের বহণকৃত মূল্যবান পণ্যের ডিক্লেরেশন দিতে পারবেন ভ্রমণকারী। অনলাইনে কাস্টমস ডিক্লেরেশন দিতে ভিসিট করুনঃ https://www.customs.gov.sa/ar/declare


সোর্স সৌদি নিউস 

source

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال