ড্র করেও শীর্ষে রিয়াল মাদ্রিদ,Real Madrid

 



টানা চার জয়ের পর লা লিগায় হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে লস ব্লাঙ্কোরা।

Real Madrid

কে বলবে কদিন আগেই মায়োর্কাকে গোলবন্যায় ভাসিয়েছে রিয়াল। ভিয়ারিয়ালের বিপক্ষে এদিন যেনো তার ছিটেফোটাও নেই। প্রথমার্ধ্বে তেমন ভালো কোনো সুযোগই তৈরি করতে পারেনি লস ব্লাঙ্কোরা। উল্টো ভিয়ারিয়ালের আক্রমণ সামলাতে হিমশিম খেতে হয় মাদ্রিদিস্তাদের।

লা লিগায় একের পর এক জয় তুলে শীর্ষস্থান নিজেদের দখলে করেছে রিয়াল মাদ্রিদ। এবার সেই আত্মবিশ্বাস নিয়েই তারা মুখোমুখি হয় ভিয়ারিয়ালের।


সান্তিয়াগো বার্নাব্যুতে এদিন কার্লো অ্যানচেলত্তি দল সাজান ৪-৩-৩ ফরমেশনে। যেখানে ভিয়ারিয়ালের ফরমেশন ৪-৪-৩। ম্যাচের শুরু থেকেই তাই আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে দু'দল।


 ড্র করেও ১৭ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে একেবারে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ।

বিরতির পরও ম্যাচের দৃশ্যপটে আসেনি কোনো পরিবর্তন। বরং পুরো ম্যাচে নিজেদের খুঁজে পাওয়ার চেষ্টা করেছে রিয়াল। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ড্র করে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে অ্যানচেলত্তির শিষ্যদের।

Real Madrid

 

এদিকে, লিগ ওয়ানে জয়রথ ছুটেই চলেছে পিএসজির। এবার মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়েছে দ্যা প্যারিসিয়ানরা। এ জয়ে ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে পোচেত্তিনোর দল।


Real Madrid

Source

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال