ঠাকুরগাঁওয়ে ১৩ শিক্ষার্থী ও ৬ শিক্ষক করোনায় আক্রান্ত।

 



ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের ১৩ শিক্ষার্থী ও সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছয় শিক্ষকের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ঠাকুরগাঁও সদর উপজেলার বাহাদুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচজন, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় পাঁচজন ও সোনালী শৈশব বিদ্যালয়ের তিনজনসহ মোট তিনটি বিদ্যালয়ের ১৩ জন শিক্ষার্থী করোনা আক্রান্ত হয়েছে।

করোনায় আক্রান্ত শিক্ষার্থীদের সবাই ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারের (বালিকা) চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। ওই শিক্ষার্থীরা যে শ্রেণিতে পড়ে ওই শ্রেণির ক্লাস সাময়িক বন্ধ করে দিয়েছে প্রশাসন।


''ঠাকুরগাঁ এর এই ঘটনার পর ওই ১৩ জন শিক্ষার্থীকে আইসোলেশনে রাখা হয়েছে বাকি শিক্ষার্থীদের নমুনা নিয়ে করোনা পরীক্ষা করা হয়েছে। আগামীকাল তার রিপোর্ট দেয়ার কথা রয়েছে।



এছাড়া জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছয় শিক্ষক করোনা আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সিভিল সার্জন অফিস।


আজ ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেন, খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশে ওই বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।


Source Bangla News - Dakghar 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

نموذج الاتصال