ক্রীড়ামোদিদের জন্য আগামী রোববারের (২৪ অক্টোবর) দিনটি ঈদ সমতুল্য!
বাংলাদেশি ক্রীড়াপ্রেমী হলে তো কথাই নেই।
তাদের জন্য রয়েছে বিশ্বকাপে টাইগারদের ম্যাচসহ ভারত-পাকিস্তানের মতো দলগুলোর বেশ কয়েকটি হাইভোল্টেজ ম্যাচ।
২৪ অক্টোবর বিকেলে শুরুতেই রয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হবে তারা।
বিকাল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ ম্যাচ।
এবারের আসরে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষই শ্রীলঙ্কা। প্রথম পর্বে গ্রুপ 'এ' থেকে বিশ্বকাপের টিকিট পেয়েছে লঙ্কানরা। এক ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপ টিকিট মিলেছে তাদের।
আয়ারল্যান্ড বনাম নামিবিয়া ম্যাচে আইরিশরা হেরে যাওয়ায় গ্রুপ 'এ'র রানার্সআপ হয়েছে নামিবিয়া। শ্রীলঙ্কা হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
বাংলাদেশ বিশ্বকাপের টিকিট পেয়েছে গ্রুপ 'বি' থেকে। শেষ ম্যাচে টাইগাররা পাপুয়া নিউগিনিকে হারিয়েছে ৮৪ রানের বড় ব্যবধানে। সুপার টুয়েলভে এবার গ্রুপ 'এ'তে পড়েছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা ছাড়াও টাইগারদের গ্রুপ সঙ্গী ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ।
টাইগারদের দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ২৭ অক্টোবর।
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ শেষ হলেও হাফ ছেড়ে বাঁচার উপায় নেই। এরপরই যে শুরু হবে ভারত বনাম পাকিস্তানের বহুল প্রতীক্ষিত ম্যাচটি।
এ ম্যাচ মাঠে গড়াবে রাত ৮টায়।
ক্রিকেট পর্বের আলাপ শেষ, ক্রীড়ামোদিদের জন্য এরপর ফুটবল পর্ব।
ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর ১৫ মিনিট পরই মাঠে গড়াবে রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনার মধ্যকার এল ক্লাসিকো।
লা লিগায় ন্যু ক্যাম্পে লস ব্লাঙ্কোস টিমকে আতিথ্য দেবে কাতালানরা।
রাত সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে জমজমাট এক লড়াই। ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে নামবে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে।
এ ম্যাচটিও ক্রীড়াপ্রেমীরা এড়িয়ে যেতে চাইবেন না নিশ্চয়ই। সবশেষ ইন্টার মিলান বনাম য়্যুভেন্তাসের সিরি আর ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১২টা ৪৫ মিনিটে।