বিমানবন্দরে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০৪টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। যার ওজন ১২ কেজি ও আনুমানিক বাজারদর প্রায় সাড়ে ৮ কোটি টাকা।
বিমানবন্দরে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ
রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই সোনার বারগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। স্বর্ণের বারগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এ পর্যন্ত পাচারকারী কাউকে সনাক্ত করা যায়নি কিংবা কেউ আটক হননি।
বিমানবন্দরে সাড়ে ৮ কোটি টাকার স্বর্ণ জব্দ
শুল্ক গোয়েন্দা সূত্রে জানা গেছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের দুবাই ফেরত একটি ফ্লাইটের কার্গো হোল থেকে ১২ কেজি স্বর্ণ ও অলংকার জব্দ করা হয়েছে। বিমানের নম্বর- ফ্লাইট বিজি-৪১৪৮।