Trending

আমদানি কমের অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম

 

আমদানি কমের অজুহাতে বেড়েছে পেঁয়াজের দাম

ঢাকা: আমদানি কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে দুদিনের ব্যবধানে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম। কেজি প্রতি প্রকারভেদে বেড়েছে ৩ থেকে ৪ টাকা। গত দুই দিন আগে যে পেঁয়াজ প্রকারভেদে বিক্রি হয়েছে ৩০ টাকা। এখন তা বাড়িয়ে বিক্রি হচ্ছে ৩৩ থেকে ৩৪ টাকা।


রোববার (৭ নভেম্বর) বিকেলে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ জানান, গত বৃহস্পতিবার সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের কালীপূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভারতের পেঁয়াজের মোকামগুলোতে গত বুধবার থেকে শনিবার (৬ নভেম্বর) পর্যন্ত পেঁয়াজের লোডিং বন্ধ ছিল।

নিউজজি/টিবিএফ/নাসি 


তিনি আরো জানান, যেসব ট্রাক লোডিং অবস্থায় ছিল এখন সেগুলো আসছে। এ কারণে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি কমেছে। তবে রোববার (৭ নভেম্বর) থেকে ভারতের মোকামে পেঁয়াজের লোডিং শুরু হবে। আসছে বুধবারের মধ্যেই আমদানি স্বাভাবিক হবে এবং তখন দামও কমে আসবে।


উল্লেখ্য, হিলি কাস্টমসের তথ্যমতে, বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভারতীয় ১৩ ট্রাকে ৩৬৯ টন এবং শনিবার (৬ নভেম্বর) ভারতীয় ৭ ট্রাকে ১৮২ টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে।

 

author-img
Saa7oo

মন্তব্যসমূহ

      কোনো মন্তব্য নেই
      একটি মন্তব্য পোস্ট করুন

        نموذج الاتصال

        websitemonafizamazonandroidfindersafariapplebasecampbehancebloggerchromedeliciousdeviantartdiscorddribbbledropboxellomessengerfacebookfirefoxflickrgithubgoogle-drivegoogle-playIEinstagramjoomlakafilkhamsatkicklanyrdlastfmlinkedinlinuxedgeonedrivewindowsmostaqlnpmoperapatreonpaypalpinterestquoraredditrenrenrsssina-weiboskypesnapchatsoundcloudstack-overflowsteamstumbleupontelegramthreadstiktoktradenttrellotumblrtwitchtwittervimeovinevkwhatsappwordpressXxingyahooyoutube